Advertisement
Advertisement

Breaking News

Madrasa teacher

২১১ তরুণীর সঙ্গে ‘সেক্স চ্যাট’ মাদ্রাসা শিক্ষকের! শ্রীঘরে ঠাঁই অভিযুক্তের

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীদের টাকা হাতাতেন অভিযুক্ত।

Madrasa teacher held for abusing girls
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 9, 2024 6:25 pm
  • Updated:April 9, 2024 6:25 pm  

সুকুমার সরকার, ঢাকা: কখনও ভুয়ো সেনাকর্তা কখনও আবার রাজনৈতিক নেতা। এইরকম একাধিক ভুয়ো পরিচয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতেন মাদ্রাসার এক প্রাক্তন শিক্ষক। প্রথমে বন্ধুত্বের ফাঁদ পেতে একের পর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেন। তাঁদের সঙ্গে ‘সেক্স চ্যাট’ করে রেকর্ডও করে রাখতেন। তার পরই টাকা হাতানোর জন্য চলত ব্ল্যাকমেল। এই করে ওই প্রাক্তন শিক্ষকের প্রতারণার শিকার হয়েছেন দুশোর উপর তরুণী। আপাতত অভিযুক্ত যুবকের ঠাঁই হয়েছে শ্রীঘরে।

জানা গিয়েছে, ধৃত সোহেল ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। সোহেল একসময় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ, নানা সময় একাধিক ভুয়ো পরিচয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতেন সোহেল। তার পর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিজের ফাঁদে ফেলতেন তরুণীদের। তাঁরাও সোহেলের টোপ গিলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তেন। এর পর নিজের আসল রূপ দেখাতেন অভিযুক্ত। গোপন কথোপকথন ও অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় ২১১ জন তরুণীর থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। রবিবার শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে তাঁকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

Advertisement

[আরও পড়ুন: হাসিনাকে সরাতে ব্যর্থ, বিএনপির নেতার ‘কূটনৈতিক’ নৈশভোজে পশ্চিমি ‘দূতে’রা]

এই ঘটনার পর বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ জানিয়েছে, সোহেল সেনাবাহিনীর মেজর, পুলিশ আধিকারিক, রাজনৈতিক নেতার পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। তিনি মূলত মেয়েদের সঙ্গে আপত্তিকর কথা বলে রেকর্ড করে রাখতেন। পরে সেই কথোপকথন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিতেন। কোনও মেয়ের সঙ্গে কথা বলার সময় কেউ সন্দেহ করলে তাঁকে ব্লকও করে দিতেন অভিযুক্ত। গ্রেপ্তার করার সময় সোহেলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১২টি সিম কার্ড, চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ওই ফোনগুলোতে অসংখ্য তরুণীর ছবি, আপত্তিকর ভিডিও ও স্ক্রিনশট রয়েছে। সোহেলের বিরুদ্ধে উত্তরার পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement