Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

অন্তঃসত্ত্বা প্রেমিকা! শুনে ‘ভয়ে’ই আত্মঘাতী প্রেমিক, চরম সিদ্ধান্ত নিলেন তরুণী

প্রেমিক বিষপান করে আত্মঘাতী হন, তা জানতে পেরে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবন শেষ করে দেন প্রেমিকাও।

Lovers kill themselves after knowing that the girl is pregnant

অলংকরণ: অরিত্র দেব।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 29, 2024 8:35 pm
  • Updated:July 29, 2024 8:35 pm  

সুকুমার সরকার, ঢাকা: একসঙ্গে থাকবেন বলে একে অপরের সঙ্গে জীবনের সঙ্গে জড়িয়েছিলেন। আর সেই জীবন একইসঙ্গে শেষও করে ফেললেন তাঁরা। বাংলাদেশের (Bangladeh) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঘটনা। এই গ্রামেরই বাসিন্দা যুগল সাজন এবং নাজমা আখতার আত্মহত্যা করেছেন। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চব্বিশের সাজন ও ২২ বছরের নাজমার মধ্যে দীর্ঘদিন প্রেমের (Love) সম্পর্ক। একসময় ঘনিষ্ঠ হতে হতে তাঁদের মধ্যে শারীরিক সর্ম্পক হয়। পরে নাজমা জানতে পারেন, তিনি দুমাসের অন্তঃসত্তা (Pregnant)। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার প্রেমিকা নাজমা আক্তারের পক্ষ থেকে প্রেমিক মুরাদ মিয়া ওরফে সাজনকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তাতেই কার্যত ভয় পেয়ে যান সাজন। তবে সেই ভয় থেকে যে তিনি এমন একটা সিদ্ধান্ত নেবেন, তা তো ভাবা যায়নি!

Advertisement

[আরও পড়ুন: ‘গাড়িতে ওঠার পর প্যান্টের চেন খুলে দেয়…’ শ্লীলতাহানির শিকার অভিনেত্রী তিলোত্তমা]

শনিবার রাত দুটো নাগাদ নিজের বাড়িতে সাজন বিষপান (Poison) করে। বিষয়টি টের পেতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাজনের মৃত্যু হয়েছে। এদিকে রবিবার সকালে প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকা নাজমা আক্তারও নিজের বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রেমিক যুগলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

[আরও পড়ুন: জাল সার্টিফিকেট! বাংলা থেকে সাড়ে ৯ হাজার CRPF কনস্টেবল ও CAPF নিয়োগ ‘বন্ধ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement