Advertisement
Advertisement
শেষকৃত্য

এরশাদের শেষকৃত্য নিয়ে সংশয় মিটল, শেষ ইচ্ছে অনুযায়ী মঙ্গলবার ঢাকায় অন্তিম শয্যা

রংপুরে তাঁকে দফন করা হবে বলে প্রথমে দাবি উঠেছিল৷

Last rite of Ex President HM Ershad will be completed on Tuesday
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2019 3:28 pm
  • Updated:July 14, 2019 3:28 pm  

সুকুমার সরকার, ঢাকা: ওপার বাংলায় আজ এক কালো দিন৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক, বাংলাদেশ রাজনৈতিক মহলের প্রথম সারির ব্যক্তিদের মধ্যে অন্যতম হুসেন মহম্মদ এরশাদের মৃত্যু হয়েছে রবিবার সকালে৷ এমন এক ব্যক্তিত্বের প্রয়াণের যথাযথ মর্যাদার সঙ্গে শেষকৃত্যের তোড়জোড় চলছে দেশজুড়েই৷ তারই মাঝে সংশয় দেখা দিল, কোথায় হবে তাঁর অন্তিম কাজ৷

[আরও পড়ুন: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ]

রাজধানী ঢাকার পাশাপাশি গুঞ্জন উঠেছিল, রংপুর অর্থাৎ যেখানে এরশাদ প্রথম জীবন কাটিয়েছেন সেখানে হতে পারে দফনকাজ৷ কিন্তু পরবর্তীতে এরশাদের নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে ঠিক হয়েছে, মঙ্গলবার ঢাকার সামরিক কবরস্থানেই তাঁর অন্তিমশয্যা পাতা হবে৷ একথা জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু৷

Advertisement

দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার সকাল ৭টা ৪৫ নাগাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ খবর পেয়ে তাঁর স্ত্রী রওশন এবং ছেলে শাদ হাসপাতালে যান৷ আজ এরশাদের মৃতদেহ রাখা হবে হাসপাতালের মর্গেই৷ এরপর আগামী দু’দিন ধরে রয়েছে বেশ কয়েকটি কর্মসূচি৷ জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি খোন্দকার দেলওয়ার জালালি জানিয়েছেন, রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ আর সোমবার সকাল ১০টা নাগাদ জাতীয় সংদের দক্ষিণ প্লাজায় হবে তাঁর দ্বিতীয় জানাজা৷ বেলা ১১টায় এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির সদর কার্যালয়ে৷ এরপর মঙ্গলবার হেলিকপ্টারে করে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে, যেখানে তিনি কাটিয়েছিলেন শৈশবের দীর্ঘ সময়৷ প্রথমে ঠিক হয়েছিল, সোমবারই রংপুরে যাবে এরশাদের দেহ৷ পরে কর্মসূচি বদলে ফেলা হয়৷

[আরও পড়ুন: অনৈতিকভাবে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ, নোবেলজয়ী ইউনুসকে তলব আদালতের]

রংপুরে সকলে শেষশ্রদ্ধা জানানোর পর এরশাদের দেহ ফেরানো হবে ঢাকায়৷ এবং বিকেলে সামরিক কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হবেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনানায়ক হুসেন মহম্মদ এরশাদ৷ সেইসঙ্গে পদ্মাপাড়ের রাজনৈতিক ইতিহাসে ইতি ঘটবে একটি অধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement