Advertisement
Advertisement

Breaking News

Khaleda Zia

৬ বছর পর কোনও অনুষ্ঠানে খালেদা জিয়া! মঞ্চে হাসিমুখে কথা ইউনুসের সঙ্গে

সশস্ত্র বাহিনীর কোনও অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পরে অংশ নিলেন খালেদা।

Khaleda Zia meets Muhammad Yunus
Published by: Biswadip Dey
  • Posted:November 22, 2024 12:07 am
  • Updated:November 22, 2024 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছর পরে অবশেষে কোনও অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া। তাঁর সঙ্গেই মঞ্চে দেখা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকেও। কেবল এক মঞ্চে থাকাই নয়, দুজনকে দেখা গেল পাশাপাশি। হাসিমুখেই কথা বললেন তাঁরা।

গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির উপর চাপ আরও বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনুস বলেছেন, ”বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে দিল্লিকে।” এহেন পরিস্থিতিতে একমঞ্চে খালেদা জিয়ার পাশেই দেখা গেল ইউনুসকে।
প্রসঙ্গত, শেষবার ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটে তাঁকে দেখা গিয়েছিল। সেই মাসের ৮ তারিখই তাঁকে কারাবন্দি করা হয়। জেলে থাকতে হয়েছে দুবছরেরও বেশি সময়। সাজা ১৭ বছরের হলেও ২০২০ সালের ২৫ মার্চ অর্থাৎ করোনাকালে তাঁকে শর্তসাপেক্ষে গৃহবন্দি করার নির্দেশ দেয় হাসিনা সরকার। কিন্তু হাসিনা বাংলাদেশ ছাড়তেই খালেদার সাজা মকুব হয়ে যায়। অবশেষে এবার প্রকাশ্যে দেখা গেল তাঁকে।

Advertisement

এদিন মঞ্চে তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। পরে মহম্মদ ইউনুসকে বলতে শোনা যায়, বর্ষীয়ান ও অসুস্থ বিএনপি প্রধানকে এই মঞ্চে দেখে তিনি আনন্দিত ও গর্বিত। প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীর কোনও অনুষ্ঠানে দীর্ঘ ১২ বছর পরে অংশ নিলেন খালেদা। অনুষ্ঠানে খালেদা ও ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং নৌবাহিনীর প্রধান মহম্মদ নাজমুল হাসান।

এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কেন নয়াদিল্লির কাছে অনুরোধ করা হয়নি? সাংবাদিকের এই প্রশ্নে ডক্টর ইউনুস বলেন, ”আমার মনে হয়, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, তবে সে পর্যায়ে এখনও পৌঁছইনি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement