Advertisement
Advertisement

সাময়িক স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণের নির্দেশ৷

kazi naushaba ahmed's bail plea granted in court
Published by: Tanujit Das
  • Posted:August 21, 2018 9:01 pm
  • Updated:August 21, 2018 9:01 pm

সুকুমার সরকার, ঢাকা: পয়লা অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ৷ গুজব ছড়ানোর দায়ে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন বাংলাদেশি এই মডেল-অভিনেত্রী৷ তবে মঙ্গলবার বিকালে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস৷ অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে অভিনেত্রীকে৷ এরপর আবারও শুরু হবে মামলার শুনানি৷ মঙ্গলবার, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে অভিনেত্রীকে বাড়ি নিয়ে যান তাঁর স্বামী ও ভাই৷

[দুই পৃথক হত্যা মামলায় আটজনকে ফাঁসির সাজা দিল বাংলাদেশ]

Advertisement

উল্লেখ্য, সোমবার ঢাকা মেট্রোপলিটন আদালতে নওশাবার জামিনের শুনানি হয়৷ মডেলের হয়ে সওয়াল করেন আইনজীবী ইমরুল কওসর৷ তবে তাঁর যুক্তি ধোপে টেকেনি৷ নওশাবার আবেদন খারিজ করেন বিচারক মাহমুদা আখতার৷ এরপর বিচারক দেবব্রত বিশ্বাসের এজলাসে মামলা নিয়ে যান নওশাবার পরিবার৷ মিলল সাময়িক স্বস্তি৷ কয়েকদিন আগেই আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন ওই মডেল৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজে৷ সেখান থেকে একটি বেসরকারি আদালতে স্থানান্তর করা হয় তাঁকে৷ চলতি মাসের শুরুতে ছাত্র আন্দোলনের সমর্থন করায় নওশাবাকে গ্রেপ্তার করে পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে৷ একই অভিযোগে গ্রেপ্তার করা হয় বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলমকে৷ শুধু তাই নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক পড়ুয়াকেও গ্রেপ্তার করে পুলিশ৷

[বাংলাদেশে আন্দোলনকারীদের মুক্তির দাবিতে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল]

এদিকে মুক্ত করা হয়েছে ৪২ জন পড়ুয়াকে৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছিল তাঁদের৷ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম বলেন, জামিনের কাগজ পাওয়ায় আইনমাফিক অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ছাত্র আন্দোলনের জেরে চাপে হাসিনা সরকার৷ ঢাকায় বাস চাপা পড়ে দুই ছাত্র নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা৷ তারপরই বাংলাদেশ সরকার আন্দোলনকারী ও নাগরিক সমাজের উপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধ করার আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement