Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

অবশেষে স্বস্তি, গ্রেপ্তারির ৫ দিনের মাথায় জামিন পেলেন বাংলাদেশের ধৃত সাংবাদিক

তাঁর প্রতিবেদনকে 'রাষ্ট্রবিরোধী' বলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

Journalist in Bangladesh gets bail after 5 days of arrest | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 3, 2023 5:12 pm
  • Updated:April 3, 2023 5:24 pm  

সুকুমার সরকার, ঢাকা: পাঁচদিন পুলিশ লক-আপে থাকার পর অবশেষে স্বস্তি। ডিজিটাল নিরাপত্তা আইনের (DSA) মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকার সাংবাদিক শামসুজ্জামান শামসকে জামিন দিল আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর জামিন আদেশ মঞ্জুর করেন। আদালত সূত্র জানিয়েছে, ”পুলিশ এই মামলায় প্রতিবেদন জমা দেওয়ার আগে পর্যন্ত শামস জামিনে মুক্ত থাকবেন।” প্রসঙ্গত, রবিবার বাংলাদেশের প্রথম শ্রেণির সংবাদপত্রের সম্পাদক মতিউর রহমানকে আগাম জামিন দেয় আদালত।

২৬ মার্চ, বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতা দিবসে ওই সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে সমস্যার সূত্রপাত। প্রতিবেদনটি রাষ্ট্রবিরোধী বলে অভিযোগ তুলে ডিজিটাল সুরক্ষা আইনে মামলা দায়ের হয় শামসুদ্দিনের নামে। গত বুধবার সাভারে কর্মরত প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার সিএমএম আদালত গত বৃহস্পতিবার শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করলে প্রথমে তাঁকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, পরদিন নেওয়া হয় কাশিমপুর কারাগারে। এরপর শনিবার তাঁকে ফের কেরানীগঞ্জ কারাগারে আনা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘৬ তারিখ সতর্ক থাকবেন’, হনুমান জয়ন্তীর আগে ফের সাবধানবাণী মমতার]

আইনজীবী আবদুল মালেক মশিউর মালেক গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এতে সম্পাদক মতিউর রহমান এবং অজ্ঞাত এক চিত্রসাংবাদিককেও ‘আসামি’ করা হয়। শামসুজ্জামানকে তাঁর সাভারের বাসা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এদিকে, রবিবার সংবাদপত্রটির সম্পাদক মতিউর রহমান হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন দেন। এরপর সোমবার জামিন মিলল ধৃত সাংবাদিকেরও।

[আরও পড়ুন: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, সুরাট আদালতে বাড়ল কংগ্রেস নেতার জামিনের মেয়াদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement