Advertisement
Advertisement

বাংলাদেশে নিকেশ জেএমবি-র শীর্ষ নেতা, খতম পাচারকারীও  

গুলিযুদ্ধে আহত দুই পুলিশকর্মী।

JMB leader killed in Bangladesh
Published by: Monishankar Choudhury
  • Posted:November 6, 2018 3:29 pm
  • Updated:November 6, 2018 7:03 pm  

সুকুমার সরকার, ঢাকা: ফের বড়সড় ধাক্কা খেল বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে নিকেশ সংগঠনটির এক শীর্ষ নেতা৷ খতম হয়েছে এক মাদক পাচারকারীও৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র৷

[একাত্তরের আরও দুই যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ট্রাইব্যুনাল]

Advertisement

সোমবার রাতে সংঘর্ষটি ঘটেছে বগুড়া জেলার শিবগঞ্জে৷ অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, মৃত জঙ্গি জেএমবি-র আমির বা শীর্ষ নেতা৷ নিহতর নাম খোরশেদ ওরফে মাস্টার শামিল৷ অনেকদিন ধরেই তাকে হন্য হয়ে খুঁজছিল পুলিশ৷ এদিন শিবগঞ্জের পিরবের তাঁতিপুকুরে ওই জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া যায়৷ তারপরই ছকে ফেলা হয় অভিযানের নকশা৷ রাতের অন্ধকারে জঙ্গিদের ডেরাটি ঘিরে ফেলে চলে অভিযান৷ বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর নিকেশ হয় মাস্টার শামিল৷ এই গুলিযুদ্ধে আহসান এবং সাব্বির নামের দুই পুলিশকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি উদ্ধার করা হয়েছে।   

এদিকে নদিয়া সীমান্ত জেলা সংলগ্ন মেহেরপুরে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ হয়েছে এক মাদক পাচারকারী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার নিশ্চিন্তপুরের বটতলা মোড়ে সংঘর্ষটি ঘটে। উল্লেখ্য কয়েকদিন আগে একটি রিপোর্টে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে জঙ্গিরা৷ বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তির্ণ অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছে নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। প্রসঙ্গত, ক্ষমতায় এসেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অভিযানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঢাকা. সিলেট, চট্টগ্রাম-সহ একাধিক জেলায় একের পর এক অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা৷ নিকেশ হয় বহু জঙ্গি৷ তবে ফের তারা সক্রিয় হয়ে উঠেছে৷ সব মিলিয়ে এহেন খবরে অশনিসংকেত দেখছে দিল্লি ও ঢাকা৷  

[‘ভোটে না লড়লে অস্তিত্ব মুছে যাবে বিএনপি-র’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement