সুকুমার সরকার, ঢাকা: বিএনপির মতোই জামাত ইসলামিও চায়নি নিষিদ্ধ হোক মুজিবর-হাসিনার দল আওয়ামি লিগ। পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করলেন জামাতের আমির ডা.শফিকুর রহমান। লন্ডনের ওই সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছর হলে তা বেশি হয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনুস সরকারকে নিয়ে ‘শঙ্কিত’ জামাত এবার আওয়ামি লিগের পাশে?
পূর্ব লন্ডনে জামাতের শীর্ষ নেতা বলেন, বিএনপি বলছে তারা চায় না আওয়ামি লিগ নিষিদ্ধ হোক। আমরাও আওয়ামি লিগকে নিষিদ্ধ করতে চাই না। ঐক্যবদ্ধ থেকে আমাদের সবাইকে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। উল্লেখ্য, এর আগেও আওয়ামি লিগ নিয়ে করা জামাতের আমিরের মন্তব্যকে ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আওয়ামি লিগকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না। কারণ ওরাও (আওয়ামি লিগ) তো আমাদের পরিবারের সদস্য (রাজনৈতিক দল)।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামি লিগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে আওয়মি লিগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে। যদিও বিএনপি, জামাতের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলিই এখন পুরনো ‘শত্রু’ আওয়ামি লিগকে ‘বন্ধু’ বলে মনে করছে। যেহেতু ইউনস সরকারের অভিসন্ধি নিয়ে শঙ্কিত তারা। উল্লেখ্য, গতকালই সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছনোর কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক মহাল প্রশ্ন তুলছে, আদৌ কি অদূর ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.