সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই আদালতে উঠবে চিন্ময় প্রভুর জামিন মামলা। ঠিক তার আগের রাতেই হাসপাতালে আইসিইউ-তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর আইনজীবী। অভিযোগ, বাংলাদেশে বর্ষীয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা। তাঁকেও বেধড়ক মারধর করা হয়েছে। এমনই দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
এক্স হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেছেন রাধারমণ দাস। সঙ্গে লিখেছেন, “আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। তাঁর একমাত্র ভুল আদালতে তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করছেন। ইসলাম ধর্মাবলম্বীরা তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর উপরও নৃশংসভাবে অত্যাচার করেন। আইসিইউতে ভর্তি। মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
Please pray for Advocate Ramen Roy. His only ‘fault’ was defending Chinmoy Krishna Prabhu in court.
Islamists ransacked his home and brutally attacked him, leaving him in the ICU, fighting for his life.#SaveBangladeshiHindus #FreeChinmoyKrishnaPrabhu pic.twitter.com/uudpC10bpN
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 2, 2024
শুধু রমেন রায় নয়, একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিন্ময় প্রভুর হয়ে লড়াই করা ৬০ আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এমনকী, কয়েকজন আইনজীবী যারা চিন্ময় প্রভুর জামিনের কাগজপত্র তৈরি করছিলেন, তাঁদের খুনের মামলায় ফাঁসানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধ্বজা টাঙানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে আরও ১৭ জন। ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। সেই অভিযোগেই সোমবার গ্রেপ্তার করা হয় চিন্ময় প্রভুকে। ওই গ্রেপ্তারির বিরুদ্ধে সোমবার রাত থেকে দেশজুড়ে প্রতিবাদ শুরু করেন বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে মঙ্গলবার ইউনুস সরকারকে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে ভারত সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.