কৃষ্ণকুমার দাস, ঢাকা: বিএনপি-জামাত জোটকে ব্যবহার করে, ভোটে নাশকতা চালিয়ে বাংলাদেশের ক্ষমতা থেকে মৌলবাদ বিরোধী নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে চাইছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। বিএনপি নেতা ও খালেদা সরকারের প্রাক্তন মন্ত্রী খোন্দকার মোশারফ হোসেনের সঙ্গে এক আইএসআই এজেন্টের গোপন ফোনালাপ ফাঁস হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
[আওয়ামি লিগে থাকা ২৩ জন ‘যুদ্ধাপরাধী’র তালিকা দিল বিএনপি]
৪ জুলাই সৌদি আরবের জেড্ডায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক শীর্ষ আধিকারিকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে বৈঠকে ওই নাশকতার ছক চূড়ান্ত হয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটির এজেন্টরা যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাও ওই ফোনালাপে জানা গিয়েছে। হাসিনাকে সরাতে চক্রান্ত চূড়ান্ত করতে দুবাই, লন্ডন মিলিয়ে মোট ১১বার আইএসআই ও বিএনপি নেতাদের মধ্যে বৈঠক হয়েছে বলে নিশ্চিত হয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা। তারেক এই মুহূর্তে লন্ডনে থেকেই ফোন ও ইন্টারনেট মারফত গোটা নির্বাচন পরিচালনা করছেন। পাকিস্তানের এই চক্রান্তে উদ্বিগ্ন ইংল্যান্ড ও ভারতীয় গোয়েন্দারা ঢাকায় চরম সতর্কবার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় ভোট পরবর্তী সময়ে শেখ হাসিনার প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। নাশকতা রুখতে ও গোটা পরিস্থিতি সামাল দিতে আজ থেকে বাংলাদেশ জুড়ে সেনা নামাচ্ছে নির্বাচন কমিশন।
পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জামাত-বিএনপির চক্রান্ত জেনেও বিন্দুমাত্র চিন্তিত নন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উলটে প্রকাশ্যে জনসভায় তারেকের নাম না করেই বঙ্গবন্ধু কন্যা রবিবার ফের ঘোষণা করেছেন, “মানুষের রায় নিয়ে ক্ষমতায় ফিরে এলে লন্ডন থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশের আদালতে বিচার করব। মানুষের বিশ্বাস ও আবেগকে সুড়সুড়ি দিয়ে লন্ডনে বসে দেশবিরোধী চক্রান্তকারীর শাস্তি হবেই, ইনশাআল্লা।” পাকিস্তানের এই চক্রান্ত ফাঁস হওয়ার পর বাংলাদেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
[ভোটের আগে পুলিশ কর্তাদের খুনের চক্রান্ত হচ্ছে, বিস্ফোরক অভিযোগ হাসিনার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.