Advertisement
Advertisement

Breaking News

আইএস

পত্রিকায় নাম উল্লেখ করে বাংলাদেশের ৩ বিশিষ্টজনকে খুনের হুমকি দিল আইএস

ঘটনার জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের বিশিষ্টজনদের৷

IS online magazine 'Lone wolf' threats to kill 3 renouned persons
Published by: Sucheta Sengupta
  • Posted:May 6, 2019 3:43 pm
  • Updated:May 6, 2019 3:43 pm  

সুকুমার সরকারঢাকা: পত্রিকার পাতায় নাম উল্লেখ করে বাংলাদেশের তিন বিশিষ্ট ব্যক্তিকে খুনের হুমকি দিল ইসলামিক স্টেট৷ আইএস সমর্থিত বাংলা পত্রিকা ‘লোন উলফ’-এর সাম্প্রতিক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ১০ বছর আগের তদারকি সরকারের উপদেষ্টা তথা মানবাধিকার কর্মী সুলতানা কামাল, একাত্তরের ঘাতক নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর এবং ইতিহাসবিদ মুনতাসির মামুনকে হত্যা করা হবে৷

[আরও পড়ুন: ‘বিএনপি-জামাতের নেতারা আফগানিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত’, বিস্ফোরক দাবি হাসিনার মন্ত্রীর]

পত্রিকায় নিজেদের নাম দেখেই নিরাপত্তার স্বার্থে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনজনই৷ নিরাপত্তা চেয়ে শনিবার ধানমন্ডি থানায় ডায়েরি করেন সুলতানা কামাল। একই থানায় জিডি করেছেন শাহরিয়ার কবীরও।  সুলতানা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা ‘লোন উলফ’ তাঁকে হত্যার খবর প্রকাশ করেছে। ইসলামের স্বার্থে টার্গেটে তিনি এবং আরও দুই বিশিষ্ট ব্যক্তি৷

Advertisement

২০১৮র মার্চে অধ্যাপক মহম্মদ জাফর ইকবালের ওপর ‘লোন উলফ’ হামলা করেছিল বলে উল্লেখ আছে ওই মুখপত্রে৷  শনিবার নিজেদের নিরাপত্তা নিয়ে থানায় অভিযোগ দায়েরের পর দেশের বিভিন্ন বিশিষ্ট নাগরিকের বাসভবনের চারপাশে পুলিশ সতর্ক প্রহরায়৷ হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘অভিযোগ দায়েরের পর সুলতানা কামাল ও শাহরিয়ার কবীরের নিরাপত্তা জোরদারে বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ধানমন্ডিতে তাঁদের বাড়ির আশেপাশে টহলরত পুলিশকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।’ 

[আরও পড়ুন: বাংলাদেশের জাতীয় পার্টির বড় পদ পেলেন হিরো আলম]

যেসব বাংলাদেশি নাগরিকরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন তাঁদের জন্য এবার থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, হুমকির ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘লোন উলফ পত্রিকায় বাংলাদেশে জঙ্গি হামলার হুমকিকে এদেশের জনগণ ভয় পায় না। যাদের নামে হুমকি দেওয়া হয়েছে, তাঁদের যথাযথ নিরাপত্তা দেওয়া হবে। এই হুমকি দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।’  প্রশাসনিক কর্তাদের একাংশ স্বীকার করছেন, বাংলাদেশে জঙ্গিদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না।  কারণ, এ দেশের মানুষ জন্মলগ্ন থেকে সংগ্রাম করেই আজকের দিনে দাঁড়িয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement