Advertisement
Advertisement
বাংলাদেশ

ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় মৃত তিন, আহত পাঁচ

রেলক্রসিং ব্যবস্থা অরক্ষিত হওয়ায় দুর্ঘটনা, দাবি প্রশাসনের৷

Indo-Bangaldesh maitree express ran over a mini truck
Published by: Tanujit Das
  • Posted:April 13, 2019 6:58 pm
  • Updated:April 13, 2019 6:58 pm  

সুকুমার সরকার, ঢাকা: কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় নিহত তিনজন৷ আহত আরও পাঁচ৷ আহতদের অবস্থা বেশ গুরুতর বলেই জানা গিয়েছে৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিরাজগঞ্জে৷ রেলক্রসিংয় ব্যবস্থা দুর্বল ও অরক্ষিত হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রশাসনের দাবি৷

[ আরও পড়ুন: শ্লীলতাহানির শাস্তি, অভিযুক্ত ইমামের চোখে লংকার গুঁড়ো ছিটিয়ে দিলেন ছাত্রী  ]

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মৈত্রী এক্সপ্রেস৷ ঢাকা থেকে দেড়শো কিলোমিটার দূরে কামারখন্দ উপজেলার কয়েলগাতি এলাকার সিয়ারগঞ্জে ট্রেনটি ঢুকেই একটি মিনি ট্রাকে ধাক্কা মারে৷ ট্রাকটি যখন লাইন পারাপার করছিল, তখনই তাতে সজোরে ধাক্কা মারে ট্রেনটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকের মধ্যে থাকা তিনজনের৷ মৃতদের মধ্যে রয়েছেন ওই মিনি ট্রাকের চালক ৩৫ বছরের সূর্য মিয়াঁর৷ ৩৭ বছর বয়সী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম৷ এবং বছর ৩৬-এর নেহার মিয়াঁ৷

[ আরও পড়ুন: বাংলাদেশি পরিচালকের ছবিতে অভিনয় করছেন নওয়াজ ]

দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরাও ট্রাকের মধ্যেই ছিলেন৷ ট্রেনটি ট্রাকে ধাক্কা মারতেই তাঁরা দূরে ছিটকে গিয়ে পড়েন৷ দুর্ঘটনার পর স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করে৷ আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে৷ ওই এলাকার রেলক্রসিং অরক্ষিত ও দুর্বল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছে প্রশাসন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement