Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

কারাবন্দি আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু বাংলাদেশে

মৃত্যুর খবর জানানো হয়েছে ভারতীয় হাইকমিশনে।

Indian prisoner dies in Bangladesh prison | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:September 23, 2023 10:46 am
  • Updated:September 23, 2023 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারাবন্দি আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু বাংলাদেশে। অসুস্থতার দরুনই বন্দির মৃত্যু হয়েছে বলে কারাগার সূত্রে খবর। ইতিমধ্যে বিষয়টি ভারতীয় হাইকমিশনে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই উক্ত বন্দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কারারক্ষী তারেক আহমেদ বলেন, “বিকেলে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন কুনলিকা। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তাঁর বাবার নাম শাম্মাদি।” ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “দেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।”  

Advertisement

এর আগে ২ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অশোক কুমার (৪৯) নামে এক কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। তিনি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে জেলে ছিলেন। ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকার বাসিন্দা ছিলেন অশোক কুমার। বিনা নথিতে বাংলাদেশে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বন্দি ছিলেন ময়মনসিংহ কারাগারে। তাঁর বাবার নাম মহেশ আগারওয়ালা। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

[আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশে চড়ছে পারদ, হাসিনা সরকার পতনের লক্ষ্যে কর্মসূচি বিএনপির]

এছাড়া, গত ২২ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা এক ভারতীয় নাগরিক খোকন দাসের মৃত্যু হয়। ফরিদপুর জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাবার নাম চিন দাস। কলকাতার নন্দীগ্রামের (হলদিয়া বাসস্ট্যান্ড) বাসিন্দা।

[আরও পড়ুন: বাংলাদেশে সাইবার হামলা! নিশানায় দেশের পরিকাঠামো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement