ছবি : প্রতীকী
সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) মৃত্যু ভারতীয় মহিলা কয়েদির। ঢাকার (Dhaka) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের উর্মিলা নামের এক বন্দির।
জানা গিয়েছে, রবিবার বিকেলে রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উর্মিলা। স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার ঘোষ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী সংবাদমাধ্যমে জানান, ভারতীয় নাগরিক ঊর্মিলাকে ১৯ আগস্ট এই হাসপাতালে ভরতি করা হয়। গতকাল বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরেই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল ওই মহিলা বন্দি। এ ছাড়া তার নানা শারীরিক সমস্যা ও রক্তশূন্যতাও ছিল বলে জানা গিয়েছে। তার দেহ ভারতে পাঠানো হবে কি না, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসেও বাংলাদেশের যশোর কেন্দ্রীয় কারাগারে সমীর নামের এক ভারতীয় বন্দির মৃত্যু হয়। অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে সমীর। এই বিষয়ে যশোর কারাগারের ভারপ্রাপ্ত আধিকারিক তুহিন কান্তি খান জানিয়েছিলেন, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পুলিশ তাকে আটক করে মামলা দায়ের করে জেলে পাঠায়।
বলে রাখা ভাল, বাংলাদেশের কারাগারে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দির সংখ্যা কম নয়। এদের মধ্যে অনেকেরই আবার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তবে আইনি জটিলতার দরুন তারা এখনও দেশে ফায়ার যেতে পারেনি। একইভাবে ভারতের জেলেও বাংলাদেশি বন্দি রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে আসার মামলায় জেল খাটছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.