Advertisement
Advertisement

Breaking News

BNP

বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক ভারতীয় রাষ্ট্রদূতের, দিল্লির সঙ্গে সুসম্পর্ক চাইছে খালেদার দল?

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকার এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি।

Indian high commissioner met BNP chairperson in Bangladesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 23, 2024 8:28 pm
  • Updated:September 23, 2024 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক মাসে পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে বাংলাদেশে। ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই রাজনৈতিক পালাবদলে ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বিভিন্ন সমস্যা মিটিয়ে দুদেশের সম্পর্ক কীভাবে মজবুত করা যায় সেনিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। 

রবিবার বিকালে রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রণয় ভার্মার সঙ্গে ছিলেন ভাইস হাইকমিশনার প্রভন বাধে। এদিন প্রায় দুঘণ্টা ধরে বৈঠক হয় সকলের মধ্যে। আলোচনার শেষে মির্জা ফখরুল সাংবাদিক সম্মেলনে বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে, তা আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছি।” এছাড়া ভারতের সঙ্গে জল সমস্যার দ্রুত সমাধান এবং সীমান্তে হত্যা বন্ধ ও নিরাপত্তার বিষয় বৈঠকে তুলে ধরেছেন বলে জানান তিনি। প্রণয় ভার্মা জানান, তাঁরা এই বিষয়গুলো সম্পর্কে সজাগ। এই সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, তাঁরা সেই চেষ্টা করছেন।

Advertisement

বিএনপির মহাসচিব আরও বলেন, “ভারতীয় হাইকমিশনের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে এই পরিবর্তনের পর নতুন যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। বিএনপির সঙ্গেও ভারতের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো করতে চান তাঁরা।” বিশ্লেষকদের মতে, হাসিনা গদিচ্যুত হলেও সেই অরথে রাজনৈতিক ফায়দা হয়নি খালেদা জিয়ার দলের। বরং অন্তর্বর্তী সরকারে সদর্পে ছড়ি ঘোরাচ্ছে জামাত ও হেফাজতে ইসলামের মতো মৌলবাদী সংগঠনগুলো। পর্দার আড়ালে রাশ ধরে রয়েছে দেশটির সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকার এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। তাই অতীত ভুলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে আগ্রহী বিএনপি। বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পরোক্ষে দিল্লির মাধ্যমে ইউনুস সরকারের উপর চাপ বাড়াতে ছক কষছে খালেদা জিয়ার দল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement