সুকুমার সরকার, ঢাকা: ঝটিকা সফরে মঙ্গলবার দুপুরে ঢাকায় আসছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত মার্চের পর ভারতের বিদেশ সচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর। গত সপ্তাহে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই আলোচনার সময়ে তিনি বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার উপর জোর দেন। এরপরই ভারতীয় বিদেশ সচিবের ঢাকার আসার বিষয়টি নিশ্চিত হয় বলে খবর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)। এর পাশাপাশি দেখা করবেন বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন ও বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলমের সঙ্গেও। এছাড়া তাঁর বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।
জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশ (Bangladesh) -কে যত বেশি সম্ভব সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত (India)। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করা সম্ভব বলে মনে করছে দিল্লি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টাতে দুই নিকট প্রতিবেশীর মধ্যে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর ফলে পণ্য সরবরাহ ব্যবস্থায় যে ব্যাঘাত ঘটেছিল তা দূর করতে দুই দেশই নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। গত ৬ মাসে দুই পক্ষের অনেকগুলো বৈঠক স্থগিত হলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই প্রধানমন্ত্রী একাধিকবার ফোনে কথাও বলেছেন।
সূত্রের খবর, সামগ্রিকভাবে করোনা ভাইরাসের তাণ্ডব রুখতে একে অন্যকে কীভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে তা নিয়ে এবার আলোচনা করবে হর্ষ বর্ধন শ্রিংলা। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়েও কথা হবে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.