Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

প্রতিরক্ষায় আরও জোর, ২ দিনের বাংলাদেশ সফরে ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে

মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যাবেন সেনাপ্রধান।

Indian Army Chief General Manoj Pande raeches Dhaka for two days visit to enhance defence realation between the countries | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 5, 2023 5:08 pm
  • Updated:June 5, 2023 5:08 pm  

সুকুমার সরকার, ঢাকা: ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে দু’দিনের সফরে ঢাকায় (Dhaka) এসেছেন সোমবার। ঢাকায় ভারতীয় হাই কমিশন এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে। সোম ও মঙ্গলবার তিনি বাংলাদেশ সফর করবেন। পিআইবি-র তরফে সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ (COAS) জেনারেল মনোজ পাণ্ডে ৫ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশে থাকবেন। সফরকালে সেনাপ্রধান বাংলাদেশের শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। ওই বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ (Bangladesh) ও ভারতের (India)মধ্যেকার প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন বলে খবর।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড (পিওপি) পরিদর্শন করবেন ভারতের সেনাপ্রধান। এর আগে এপ্রিলের শেষ দিকে জেনারেল মনোজ পাণ্ডের (Manoj Pande) আমন্ত্রণে ভারত সফরকালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ (সিএএস)। সেই ধারাবাহিকতায় শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বিএমএতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন মনোজ কুমার পাণ্ডে।

Advertisement

[আরও পড়়ুন: Sakshi Malik: আন্দোলন থেকে নাম তুললেন? রেলের চাকরিতে যোগ দিয়ে মুখ খুললেন সাক্ষী মালিক]

বিবৃতিতে আরও জানানো হয়, জেনারেল পাণ্ডে বিএমএ থেকে পাসিং আউট কোর্সের সেরা বিদেশি ক্যাডেটদের জন্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ উপস্থাপন করবেন। এ বছর প্রথম ট্রফি তানজানিয়ার অফিসার ক্যাডেট এভারটনকে দেওয়া হচ্ছে। বাংলাদেশ সফরকালে মনোজ পাণ্ডে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন।

[আরও পড়়ুন: মাসখানেক আগে স্বামীর মৃত্যু, ট্রেন দুর্ঘটনা কাড়ল ভাই ও সন্তানকে, শোকে পাথর পুরুলিয়ার অর্চনা]

ভারতীয় সেনাপ্রধানের অন্য কর্মসূচির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ব্রিফিংও রয়েছে। ভারতীয় হাই কমিশন তাদের বিবৃতিতে আশা প্রকাশ করেছে, এ ধরনের উচ্চ পর্যায়ের মতবিনিময় ভারত (India) ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement