সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের বরিশালে মহাত্মা গান্ধীর আশ্রম ও জীবনানন্দের জন্মভিটে সংস্কারের উদ্যোগ নিল ভারত ভারত সরকার৷ রাজধানী ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে কবির জন্মভিটে ও বরিশাল জেলায় মহাত্মা গান্ধীর আশ্রম সংস্থার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা৷ গান্ধী আশ্রম, শের-ই-বাংলা জাদুঘর ও পিরোজপুরের স্বরূপকাঠিতে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ দেখে অভিভূত হাই কমিশনার৷
বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত বেবাজ গ্রামে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনে যান ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা৷ সেখানে আশ্রমের মূল ভবনে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন৷ আশ্রমের মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচনের পর মুক্তিযুদ্ধে শহিদ অমৃত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তব্য বলেন হর্ষবর্ধন৷ তিনি বলেন, ‘‘এ আশ্রমে আসতে পেরে আমি গর্ব বোধ করছি৷ আশ্রমে অনেক জায়গা আছে, অবস্থানও ভাল। পরিকাঠমোগত উন্নয়ন ও জনকল্যাণের জন্য এ আশ্রমকে ভারত সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়াতে চাই৷’’ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মানবেন্দ্র বটব্যল গান্ধী আশ্রমের বর্তমান অবস্থা ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, ‘‘শতীন্দ্র স্মৃতি গান্ধী আশ্রমে ভারত সরকারের সহযোগিতা পেলে এ অঞ্চলের মানুষ মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের আদর্শকে এগিয়ে যেতে পারবে৷’’ একই সঙ্গে জীবনানন্দের জন্মভিট সংস্কারের উদ্যোগ নেওয়া কথাও জানানো হয়৷
[বাংলাদেশে রপ্তানি হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ]
এর আগে হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যান পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানা গ্রামে৷ সেখানে কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ কলেজের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর পার্শ্ববর্তী আদমকাঠি গ্রামে নদীর ওপর ভাসমান বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করেন৷ রবীন্দ্রনাথ কলেজের ওই সমাবেশে মুক্তিযোদ্ধাদের অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন৷ একই সঙ্গে এদিন বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থাকে সোনালি অধ্যায় বলেও মন্তব্য করেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.