Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

আরও মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক, এক বছরে ১৬ লক্ষ বাংলাদেশিকে ভিসা দিল ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অন অ্যারাইভাল ভিসার বিষয়টিও আলোচনা করা হবে।

India issued 16 lakh visa to Bangladesh nationals। Bengali News

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 31, 2024 2:49 pm
  • Updated:January 31, 2024 2:49 pm  

সুকুমার সরকার, ঢাকা: আরও দৃঢ় হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। গত এক বছরে ১৬ লক্ষ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। আগামিদিনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অন অ্যারাইভাল ভিসার বিষয়টি আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রকের মন্ত্রী মহম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় বর্মা। তাঁর সঙ্গে আলোচনা করার পর হাইকমিশনার বলেন, “দিন দিন ভিসা প্রদানের সংখ্যা বাড়ছে। বাংলাদেশিদের সময় মতো ভিসা প্রদানের জন্য আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অ্যাভিয়েশন এবং পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি হচ্ছে। যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এটি দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সহযোগিতা কীভাবে আরও বৃদ্ধি করা যায় ও প্রাতিষ্ঠানিকীকরণ করা যায় তা নিয়ে আমরা কাজ করব।”

Advertisement

[আরও পড়ুন: ‘হয়রানির শিকার নোবেলজয়ী ইউনুস’, হাসিনার উপর চাপ বাড়িয়ে চিঠি ওবামার!]

ভারতের হাইকমিশনার আরও জানান, বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশনে কর্মরত আধিকারীকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ চলছে। ইতিমধ্যে ২০২২-২৩ অর্থবছরে ভারত ৩৬ জন আধিকারীককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এটি চলমান থাকবে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে অনেক ভারতীয় বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহী। তাঁদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পর্যটনের উন্নয়নের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে নতুন নতুন গন্তব্য চালুর বিষয়েও কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে আকাশ পথে যুক্ত করার ব্যাপারে ভারত আগ্রহী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement