সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) আছড়ে পড়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। বিশেষ করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা স্ট্রেন। এহেন সংকট কালে ঢাকার পাশে দাঁড়িয়েছে ভারত। বৃহস্পতিবার দু’টি অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছয় ভারতীয় নৌসেনার জাহাজ ‘আইএনএস সাবিত্রী’।
এদিন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাই স্বামী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করছি। ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আইএসএস সাবিত্রী। করোনা বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের জন্য দু’টি অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে ভারতের জনগণ” বলে রাখা ভাল, গত সোমবার বিশাখাপত্তনম থেকে দু’টি ‘মেডিক্যাল অক্সিজেন প্লান্ট’ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় আইএনএস সাবিত্রী।
বলে রাখা ভাল, করোনা (Corona) মোকাবিলায় বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। সংকট কালে ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সামগ্রীর আদানপ্রদান করেছে দুই দেশ। সম্প্রতি সেই বন্ধুত্ব আরও গভীর করে ঢাকার উদ্দেশে পাড়ি দেয় নয়াদিল্লির উপহার দেওয়া ৩০টি অ্যাম্বুল্যান্স।
উল্লেখ্য, কঠোর লকডাউনের (Lockdown) মধ্যে বাংলাদেশে পোশাক ও শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছিল আগস্টের ১ তারিখ থেকেই। আর তার জেরেই করোনা (Coronavirus) সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেই আশঙ্কা সত্য করেই বিগত দিনে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যেই দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ২২ আগস্ট তা শুরু হওয়ার কথা থাকলেও পরিষেবা চালু হয়নি। শনিবার সন্ধ্যায় ঢাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার এক ঊর্ধ্বতন আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানান, ভারত এয়ার বাবল ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.