সুকুমার সরকার, ঢাকা: আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ভারত সফরের কথা। জি-২০ সম্মেলনে ভারতের তরফে তিনি আমন্ত্রিত। তার আগে এই সফরসূচি নিয়ে আলোচনার জন্য ঢাকা (Dhaka) উড়ে গেলেন ভারতের বিদেশসচিব বিনয় মোহন কোত্রা। বুধবার হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর বৈঠক। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি হাসিনার আসন্ন নয়াদিল্লি (New Delhi) সফর নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
নেপালের রাজধানী কাঠমান্ডু (Kathmandu) থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে মঙ্গলবার সন্ধেবেলা ঢাকা পৌঁছন ভারতের বিদেশ সচিব বিনয় কোত্রা (Vinay Mohan Kwatra)। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের সূচি চূড়ান্ত হয়েছে বলে খবর। এছাড়া দু’দিনের সফরে তাঁরা একাধিক আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠক রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।
আগামী সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা। বুধবার ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক বিষয় ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নয়াদিল্লি সফর নিয়ে আলোচনার সম্ভাবনা।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছর দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হবে। সেসবের সূচি ঠিক করতে বুধবার দুই পররাষ্ট্রসচিব নিজেদের মধ্যে কথা বলবেন। উল্লেখযোগ্য ভারতের বিদেশ সচিবের পাশাপাশি একইদিনে মার্কিন (US) বিদেশ মন্ত্রকের কাউন্সিলর ডেরেক শোলেও ঢাকা আসছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.