ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে শুরু হয়েছে দ্বাদশ নির্বাচন প্রক্রিয়া। আর সেদিনই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৬ বছরের নেত্রী জানালেন, ভারত বাংলাদেশের (Bangladesh) বিশ্বাসী বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে ‘আশ্রয়’ দেওয়ার জন্যও নয়াদিল্লির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনের দিন ভারতের প্রতি বার্তা দিতে গিয়ে হাসিনা (Sheikh Hasina) বলেছেন, ”আমরা অত্যন্ত সৌভাগ্যবান। ভারত আদেরমা বিশ্বাসী বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় ওরা আমাদের সমর্থন জুগিয়েছিল। ১৯৭৫ সালে যখন আমরা আমাদের গোটা পরিবারকে হারিয়েছিলাম ওরা আমাদের আশ্রয় দিয়েছিল। ভারতের জনগণের আমাদের শুভ কামনা রইল।”
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তে গড়া। আক্ষরিক অর্থেই তাই। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে ভারতীয় ফৌজ। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গড়তে প্রাণ আহুতি দেন তিন হাজার ভারতীয় জওয়ান। সেসমস্তই মুজিবকন্যা জানেন। দিল্লি পাশে না থাকলে পিতৃহন্তা রাজাকররা আবারও মাথাচাড়া দেবে এটাও তাঁর থেকে ভালো কে বোঝে। তাই ভারতকে পাশে নিয়েই চলায় বিশ্বাসী তিনি। মনে করছে ওয়াকিবহাল মহল। ১৯৯৬ সালে যখন হাসিনা প্রথমবার বাংলাদেশের মসনদে বসেন তখন থেকে তিনি ভারতের সঙ্গে এই সখ্য বজায় রেখেছেন তিনি। লাগাতার চতুর্থবার তাঁর প্রধানমন্ত্রীর মসনদে বসা যে কেবল সময়ের অপেক্ষা, তাতে নিশ্চিত রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.