Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বদলার রাজনীতি বাংলাদেশে! হাসিনা আমলের মন্ত্রী-সহ ১৩ জনকে পাঠানো হল জেলে

সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই ১৩ জনকে পেশ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্য়ুনালে।

In Bangladesh, 13 Ex leaders and ministers of Hasina Govt. sent to jail custody by International Tribunal
Published by: Sucheta Sengupta
  • Posted:November 18, 2024 6:04 pm
  • Updated:November 18, 2024 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের বাংলাদেশে বদলার রাজনীতি! মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে হাসিনা আমলের একাধিক মন্ত্রী-সহ মোট ১৩ জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে। তাঁদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা, সমাজকল্যাণ তথা শিক্ষামন্ত্রী, প্রাক্তন সংসদ সদস্য-সহ মোট ১৩ জন।

হত্যা, গুম-খুন, মানবতা বিরোধী একাধিক অপরাধের অভিযোগ তুলে সোমবার সকাল ১০টা নাগাদ ঢাকার পুরনো হাই কোর্ট চত্বরে নিয়ে আসা হয় ১৩ জনকে। এঁরা সকলে হাসিনা আমলের মন্ত্রী, সংসদ সদস্য বা আমলা। রয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, প্রাক্তন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সমাজকল্যাণ তথা শিক্ষামন্ত্রী দীপু মণি, প্রাক্তন পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজি, প্রাক্তন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, প্রাক্তন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও প্রাক্তন সংসদ সদস্য শাজাহান খান।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তাঁদের সকলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী। তাঁদের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। তবে বেছে বেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার একেবারেই ইউনুস সরকারের বদলার রাজনীতি বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement