Advertisement
Advertisement
পিঁয়াজ

পিঁয়াজের ঝাঁজে চোখে জল গৃহস্থের, শীঘ্রই মিলতে পারে স্বস্তি

অনেকের হেঁশেলেই আর পিঁয়াজ ঢুকছে না বলেও দাবি বহু গৃহস্থের।

Imported onions will reach Bangladesh by next Tuesday
Published by: Monishankar Choudhury
  • Posted:November 16, 2019 1:46 pm
  • Updated:November 17, 2019 5:22 pm  

সুকুমার সরকার, ঢাকা: পিঁয়াজের ঝাঁজে বাংলাদেশবাসীর চোখে জল। কারণ, প্রতিনিয়তই বাড়ছে দাম। বর্তমানে খুচরো বাজারে কেজি প্রতি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়৷ এহেন পরিস্থিতিতে শনিবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, আগামী মঙ্গলবার বিদেশ থেকে পিঁয়াজের প্রথম চালান ঢাকা এসে পৌঁছবে৷ ফলে কিছুটা হলেও কমতে পারে দাম৷

এদিন, বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র মহম্মদ আবদুল লতিফ বকসি জানান, মিশর থেকে পণ্যবাহী বিমানে পিঁয়াজ আসছে৷ আগামী মঙ্গলবার ঢাকায় প্রথম চালান এসে পৌঁছবে৷ পর্যায়ক্রমে অন্যান্য দেশ থেকেও পিঁয়াজে আসবে বাংলাদেশে৷ ফলে আগামী দিনে দাম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে৷ ক্রমশ বাড়তে থাক দামে লাগাম টানতে, বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ তুরস্ক মিশর, আফগানিস্তান ও সংযুক্ত আরব অমিরশাহী থেকে জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করছে।

Advertisement

এদিকে, ঢাকার বসুন্ধরা, নতুনবাজার ও বাড্ডা বাজারে খুচরো বাজারের অধিকাংশ দোকানেই পিঁয়াজের দেখা মিলছে তুলনায় অনেক কম। বর্তমানে দেশি পিঁয়াজের দাম কেজি প্রতি ২২০ টাকায় পৌঁছেছে৷ বিক্রেতারদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে পিঁয়াজ কিনতে হচ্ছে তাঁদের। সেজন্য নিরুপায় হয়ে বেশি দামে তা বিক্রি করতে হচ্ছে। তারা যদিও ব্যবসায়ীদের অভিযোগ শুনতে নারাজ। তাঁদের অভিযোগ, ব্যবসায়ীদের কাছে এ এক নতুন অজুহাত। আদতে এতো বেশি দামে পাইকারি বাজার থেকে পিঁয়াজ কিনতে হচ্ছে না তাঁদের। সরকারের তরফে পিঁয়াজের দাম নিয়ন্ত্রণের সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ক্রেতাদের। এভাবে দাম বাড়তে থাকায় অনেকের হেঁশেলেই আর পিঁয়াজ ঢুকছে না বলেও দাবি বহু গৃহস্থের।

[আরও পড়ুন: বিবাহিত শিক্ষিকাকে জোর করে বিয়ে করল মেয়র, আতঙ্কে চুপ স্বামী[

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement