Advertisement
Advertisement

Breaking News

Muhammed Zafar Iqbal

‘পড়ুয়াদের দেখলেই মনে হবে, এরাই হয়তো রাজাকার’, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য জাফর ইকবালের

সংরক্ষণ সংস্কারের দাবি ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ।

Here is what Muhammed Zafar Iqbal says on Dhaka University clash
Published by: Biswadip Dey
  • Posted:July 17, 2024 2:30 pm
  • Updated:July 17, 2024 2:30 pm  

সুকুমার সরকার, ঢাকা: সরকারি চাকরিতে কোটা বা সংরক্ষণ সংস্কারের দাবি ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। এই পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দেওয়া ‘রাজাকার’ স্লোগান প্রসঙ্গে বিশিষ্ট অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের (Muhammed Zafar Iqbal) মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

‘সাদাসিধে কথা’ নামের এক ওয়েবসাইটে ইকবালের হাতে লেখা একটি চিরকুটের ছবি আপলোড করা হয়। সেখানেই তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনওদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।’ এরই পাশাপাশি তিনি লেখেন, ‘আর যে কদিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’ তাঁর প্রশ্ন, ‘এটি কি সত্যিই সম্ভব? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যিই নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে? শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য? কোন দেশের সরকার, বাংলাদেশ (Bangladesh) নাকি পাকিস্তান?’

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা! ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান]

এর পর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। জাফরের ‘রাজাকার’ মন্তব্য ঘিরে শোরগোল সোশাল মিডিয়ায়। কার্যতই ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটির কিছু অংশ। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবালের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, জাফর ইকবাল এই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

পাশাপাশি তাঁর বই বিক্রি বন্ধর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক বইয়ের দোকান ‘রকমারি ডটকম’। অন্যদিকে ‘প্রগতি বইঘর’ও একই সিদ্ধান্ত নিয়েছে। আবার বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম ‘বুকস অব বেঙ্গল’ও জানাচ্ছে, তারাও জাফর ইকবালের কোনও বই বিক্রি করবে না।

[আরও পড়ুন: একদিন নিখোঁজ থাকার পর মন্দারমণিতে উদ্ধার আরও এক পর্যটকের দেহ, মৃত বেড়ে ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement