Advertisement
Advertisement

Breaking News

সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে মোদিকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা হাসিনার

জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

Hasina's messege for Republic Day
Published by: Tanujit Das
  • Posted:January 25, 2019 9:39 pm
  • Updated:January 25, 2019 9:55 pm  

সুকুমার সরকার, ঢাকা: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগাম শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্বাস দিলেন, আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ঢাকা৷ শুক্রবার পড়শি দেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মধ্যে এখন চমৎকার সম্পর্ক রয়েছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, দু’দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসে সর্বাধিক মিল রয়েছে। আগামী দিনেও এই দুই দেশের প্রগতি ও উন্নয়নের ধারা আরও শক্তিশালী হবে।’’

[শ্রমিক মহল্লায় বেপরোয়া ট্রাক, ঘুমের মধ্যে প্রাণ গেল ১৩ জনের ]

Advertisement

চতুর্থ দফায় সরকার গঠনের পর শুক্রবার জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বক্তব্যের সমাপ্তিতে কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন উদ্ধৃত করে ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি ও অগ্রগতির কথা বলেন তিনি। বলেন, ‘‘আমাদের সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। তরুণ ব্যবসাদারদের সহজ শর্তে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার৷ এছাড়া মহিলা ব্যবসায়ীদেরও বিশেষ সুবিধা প্রদান করা হবে৷ সরকারি উদ্যোগে কর্মসংস্থানের পরিকল্পনা করছে সরকার৷ তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক স্তরে পেটেন্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷’’

[একটি গরুর পাঁচটি পা! বিরল ঘটনায় শোরগোল গোটা গ্রামে]

এদিন প্রধানমন্ত্রী হাসিনা আরও জানান, দক্ষ কর্মী গড়ে তোলার জন্য প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ স্থাপন করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী পাঁচ বছরে আমরা দেড় কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে৷’’ সংখ্যায় কম হলেও বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে সংসদে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি, চতুর্থবার আওয়ামি লিগকে ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুজিবকন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement