Advertisement
Advertisement

সততার সঙ্গে প্রশাসনিক কাজ করুন, প্রথম বৈঠকেই কড়া বার্তা হাসিনার

স্বচ্ছ প্রশাসনের মন্ত্র।

Hasina's 'honesty' messege to cabinet
Published by: Sucheta Sengupta
  • Posted:January 21, 2019 5:37 pm
  • Updated:January 21, 2019 7:05 pm  

সুকুমার সরকার, ঢাকা: সরকারি কাজ নিষ্ঠা ও সততার সঙ্গে করতে হবে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রীদের নিয়ে প্রথমবার বৈঠকে বসেন চার বারের প্রধানমন্ত্রী। এই সময়ে সততার শক্তি অপরিসীম, একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি আপনাদের যে দায়িত্ব, তা পালন করতে হবে। তিনবারের মেয়াদ শেষে চতুর্থবার যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, সেটা আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। আগের সরকারের আমলে যে কাজগুলো শুরু করেছিল, সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে।’

আওয়ামি লিগ ফের বাংলাদেশের ক্ষমতায় আসার পর জনগণের প্রত্যাশা আরও বাড়ছে। আরও বেশি পরিষেবা দেওয়া যে সরকারের অন্যতম মূল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, তা টের পেয়েছেন শেখ হাসিনাও। তাই প্রথম মন্ত্রিসভার বৈঠকে হাসিনার বার্তা – ‘সিনসিওরিটি অব পারপাস এবং অনেস্টি অব পারপাস-এ দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রিপরিষদ সব সময় এই কথাটি মনে রেখে যে কাজটি করবেন, সেটি নিষ্ঠা ও সততার সঙ্গে করবেন। সততার শক্তি অপরিসীম। সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ 

Advertisement

                           [ভারত থেকে সংগৃহীত অর্থ-অস্ত্রে গুলশন হামলা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

অন্যদিকে, নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে এদিন আদালতে হাজির করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ ঢাকার নজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাঁকে পেশ করা হয়। এই কারাগারেই অপর এক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপার্সন। কানাডার প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে মামলা চলছে খালেদা জিয়ার বিরুদ্ধে। কেলেঙ্কারির অর্থ ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement