Advertisement
Advertisement
Sheikh Hasina

‘সবাই ঘরে থাকুন, গরিব মানুষরা খাদ্য ও অর্থ পাবেন’, আশ্বস্ত করলেন শেখ হাসিনা

ধৈর্য এবং সাহসের সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলার করাও পরামর্শ দেন তিনি।

Hasina urges to stay at home, stay united to win coronavirus 'war'

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:March 26, 2020 11:02 am
  • Updated:March 26, 2020 11:06 am  

সুকুমার সরকার, ঢাকা: ধৈর্য ও সাহসের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধেয় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

এই মারণ ভাইরাসের প্রসঙ্গে বলেন, ‘করোনা ভাইরাস (Corona Virus)’র মোকাবিলা একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। সকলের প্রচেষ্টায় এতে আমরা জয়ী হব। তবে সংকটের এই সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। মারণ এই ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে। নিম্ন আয়ের ব্যক্তিদের ‘ঘরে-ফেরা’ কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনও পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না।’

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যেই মুক্তি পেলেন দুর্নীতি মামলায় অভিযুক্ত খালেদা জিয়া ]

বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া আতঙ্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ‌ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়। সব দেশই আজ কমবেশি নোভেল করোনা নামে এক ভয়ংকর ভাইরাস দ্বারা আক্রান্ত। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এই সংক্রমণ থেকে মুক্ত নয়। সারা বিশ্বে মহামারি রূপ নেওয়া কোভিড-১৯ রোগে ইতিমধ্যে বিশ্বে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। বাংলাদেশেও সংক্রমণ ঘটেছে প্রাণঘাতী এই ভাইরাসের। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯ জন ও মারা গেছেন পাঁচজন। তাই সবাই সতর্ক ও বাড়িতে থাকুন।’

[আরও পড়ুন: করোনার জের, বেনাপোল সীমান্তে আটকে শতাধিক ভারতীয় নাগরিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement