ফাইল ফটো
সুকুমার সরকার, ঢাকা: দেশের উন্নয়নের জন্য বরাদ্দ টাকা দিয়ে মন্ত্রী বা সাংসদদের পকেট গকম করতে চায় না সরকার। সোমবার সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠানে এসে এই মন্তব্যই করলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ আওয়ামি লিগের পক্ষ থেকে গরিবদের মধ্যে শীতবস্ত্র প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে শীতবস্ত্রের সঙ্গে সঙ্গে কম্বল, শুকনো খাবার এবং শিশুখাদ্যও বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক কাদের সাহেব। পাশাপাশি দেশের উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী কোনও সমঝোতা করবেন না বলেও জানান।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার নিজেদের মন্ত্রী বা সাংসদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। সেই জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে পুরো বাংলাদেশে একজন মানুষও শীতে কষ্ট না পায়। এর জন্য কারও মৃত্যু না হয়। তাই দলের তরফে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যেই ৪০ লক্ষ কম্বল ও ২ কোটি টাকা, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শিশু ও বয়স্ক-সহ কোনও মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগামীতেও একই কাজ করা হবে।’
এরপরই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামি লিগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন( হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্যপূরণের জন্যই আমরা জনগণের সমর্থন চাই।সব জায়গা নৌকাকে জয়ী করে দেশের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শক্ত করতে হবে আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.