সুকুমার সরকার, ঢাকা: জি-২০ সম্মেলন (G-20 Summit) উপলক্ষে নয়াদিল্লিতে রাষ্ট্রপ্রধানদের উজ্জ্বল উপস্থিতি। রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-সহ (Joe Biden) বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। দিল্লির ‘ভারত মণ্ডপম’ কনভেনশন সেন্টারে শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুললেন। পাশে ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন।
শুক্রবার সন্ধেবেলা নয়াদিল্লিতে (New Delhi) নেমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন (General Election) এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনও আলোচনা হয়নি। ভারতের বিদেশ মন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, জলসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক এবং মানুষে-মানুষে বন্ধন-সহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এতে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান উন্নয়ন এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিদেশমন্ত্রী আবদুল মোমেন অবশ্য বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠকে নির্বাচনের বিষয় নিয়ে কথা হয়নি সম্ভবত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলন-২০২৩এ যোগ দিতে প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছন। আওয়ামি লিগ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে মোমেন বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খুশি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.