Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

তিস্তার জলে প্লাবিত বাংলাদেশের একাংশ, বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং

জলে ডুবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েক বিঘা জমির ফসল।

Flood situation in Bangladesh: Districts in north adjacent to Teesta River suffer from overflow | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 5, 2023 7:06 pm
  • Updated:October 5, 2023 8:11 pm  

সুকুমার সরকার, ঢাকা: উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এই নদী তীরবর্তী বাংলাদেশের (Bangladesh) অংশেও জল বাড়তে শুরু করেছে। বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামে তিস্তা নদীর (Teesta River) জল হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর জল ৯০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার প্রভাব পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাট এবং উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরে। এসব এলাকাগুলোর ঘরবাড়ি ও ফসলের জমি প্লাবিত হয়েছে। ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

Advertisement

এর আগে বুধবার থেকে জনসাধারণকে সতর্ক করে তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে নিতে মাইকিং (Miking) করে আসছে প্রশাসন। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মসজিদ থেকেও চলছে মাইকিং। তিস্তা নদী বেষ্টিত চর ও নিচু অঞ্চলের মানুষকে দ্রুত উঁচু স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু মানুষজন তাদের ঘরবাড়িতে এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন।

[আরও পড়ুন: ‘দেখা করতে হলে উত্তরবঙ্গে আসুন’, তৃণমূলকে প্রস্তাব রাজ্যপালের, ‘জমিদারি’তে তোপ শাসকদলের]

তিস্তা নদীপাড়ের বাসিন্দারা জানান, জল বেড়ে যাওয়ায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আকস্মিক জল বৃদ্ধিতে বন্যার শঙ্কা রয়েছে। চলতি মরশুমে কয়েক দফায় বন্যা (Flood) হলেও তা বেশি সময় স্থায়ী ছিল না। মরশুমের শেষ দিকে বন্যায় ব্যাপক ফসলহানি, বসতবাড়ি, গবাদি পশুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

[আরও পড়ুন: ভোটে টাকার দাপট রুখতে সক্রিয় হবে এজেন্সি, হুঁশিয়ারি জাতীয় নির্বাচন কমিশনারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement