সুকুমার সরকার, ঢাকা: ফের অগ্নিকাণ্ড (Fire)ঢাকার গাজিপুরের পোশাক কারখানায়। দগ্ধ হয়েছেন ১৬ জন। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই কারখানার গ্যাসলাইনের কমপ্রেসার রুমে আচমকা আগুন লাগে। দগ্ধ ১৬ জনকে ঢাকা (Dhaka) মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভরতি করা হয়। এছাড়া অল্পবিস্তর আহত হয়ে একাধিক বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভরতি আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী সূত্র জানা গিয়েছে, মে দিবস (May Day) উপলক্ষে কারখানা বন্ধ ছিল। তবে কয়েকজন শ্রমিক কারখানার কম্প্রেসর রুমে (Compressor Room) কাজ করছিলেন। একই সঙ্গে এই ঘরের নতুন দেয়াল তৈরির জন্য নির্মাণ শ্রমিকরাও কাজ করছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ ওই কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, নিরাপত্তা কর্মী-সহ ২২ জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ও কাশিমপুর দমকলের সদস্যরা এসে আহতদের উদ্ধার করেন।
জানা গিয়েছে, গাজিপুরের মণ্ডল গ্রুপের কটন ক্লাব অ্যান্ড কটন ক্লথ বিডি লিমিটেড নামের কারখানাটিতে এই ঘটনা ঘটে। কোনাবাড়ি থেকে কাশিমপুর যাওয়ার রাস্তার পাশে ডেল্টার মোড় এলাকায় কারখানাটি অবস্থিত। কারখানার প্রধান ফটকের পাশেই নিরাপত্তাকর্মীদের কক্ষ। তার পাশেই লাগোয়া কারখানার গ্যাসলাইনের কম্প্রেসর রুম। সকালে বিস্ফোরণ (Blast) হওয়ায় ওই কক্ষের দক্ষিণ পাশের ও পূর্ব পাশের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। গাজিপুর দমকলের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ও দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.