Advertisement
Advertisement

অসম সরকারের বন্যার রিপোর্টে বাংলাদেশের ছবি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি৷ দর্শনে গিযেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এখনই অসমের বন্যা পরিস্থিতিকে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় বলতে না চাইলেও, এ ব্যাপারে অসমের সর্বানন্দ সোনোওয়াল সরকারকে সবরকমভাবে সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷আরও পড়ুন:‘স্বৈরাচারী হাসিনাকে ভারতের থেকে ফেরত চাইব’, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে হুঙ্কার ইউনুসেরআরও কাছাকাছি বিএনপি-জামাত! নির্বাচন নিয়ে […]

Famous Photo From Bangladesh In Assam's Flood Report To Rajnath Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 12:46 pm
  • Updated:September 9, 2019 5:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি৷ দর্শনে গিযেছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এখনই অসমের বন্যা পরিস্থিতিকে বড়সড় প্রাকৃতিক বিপর্যয় বলতে না চাইলেও, এ ব্যাপারে অসমের সর্বানন্দ সোনোওয়াল সরকারকে সবরকমভাবে সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷

কিন্তু, এর মাঝেই ঘটে গেল বিপত্তি৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে পেশ করা বন্যার অন্তর্বতী রিপোর্টে দেওয়া ছবিতে থেকে গেল বাংলাদেশের বন্যার ছবি৷ বছর দুই আগে বাংলাদেশের নোয়াখালিতে ছবিটি তুলেছিলেন ফোটোগ্রাফার হাসিবুল ওয়াহাব৷ যাতে বছর কুড়ির বিলাল একটি হরিণ শিশুকে বাঁচিয়ে ছিলেন৷ ছবিটি বেশ জনপ্রিয়ই হয়েছিল৷

Advertisement

ছবির ভুলের দায় এক সিনিয়র সিভিল সার্ভিস আধিকারিকের উপর চাপিয়েছে সর্বানন্দ সরকার৷ এই বড় ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷ সাসপেন্ড করা হয়েছে অভুযুক্ত আধিকারিককে৷ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, কাজিরাঙা বন্যা পরিস্থিতিকে বোঝাতে গিয়ে রূপক হিসেবে ওই ছবি পাঠানো হয়েছিল৷ তা কেমন করে অন্তর্বর্তী রিপোর্টে স্থান পেল খতিয়ে দেখছে অসম সরকার৷

এদিকে অসমের মতো দেশের অন্যান্য প্রান্তেও বৃষ্টি এবং জমা জলের জেরে বেহাল একাধিক শহর ও গ্রাম৷ শুক্রবার থেকেই মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুরুগ্রাম, দিল্লির একাংশ, বিহারের কিষানগঞ্জ, পূর্ণিয়া, ভাগলপুর, কাটিহার, দ্বারভাঙা, তামিলনাড়ুর বেশকিছু শহর ও শহরতলিও আক্রান্ত হয়েছে অত্যাধিক বৃষ্টি ও তার জেরে মহানন্দা, যমুনা, কাবেরী নদীর জল বিপদসীমার উপরে যাওয়ায়৷ দেশ জুড়ে প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতির জেরে গত ক’দিনে মৃতের সংখ্যা প্রায় ১০০ ছুঁয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement