Advertisement
Advertisement

Breaking News

ফের মত বদল, হাসিনার মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না এরশাদ

বারবার সিদ্ধান্ত বদলের জন্য বাংলাদেশের রাজনীতিতে 'আনপ্রেডিক্টেবল ম্যান' হিসেবে পরিচিত এরশাদ৷ 

Ershad not in Hasina Cabinet
Published by: Monishankar Choudhury
  • Posted:January 5, 2019 12:07 pm
  • Updated:January 5, 2019 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মত বদল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদ। জানালেন, শেখ হাসিনার মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না তিনি৷ সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নেবে জাতীয় পার্টি৷ 

বারবার সিদ্ধান্ত বদলের জন্য বাংলাদেশের রাজনীতিতে ‘আনপ্রেডিক্টেবল ম্যান’ হিসেবে পরিচিত এরশাদ৷ এবার নামের মাহাত্ম্য বজায় রেখে শেষ মুহূর্তে হাসিনার মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা জানান তিনি৷ শুক্রবার জাতীয় পার্টির প্রেস উইং থেকে এরশাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, পদাধিকার বলে তিনিই হবেন জাতীয় পার্টির সংসদীয় দলের সভাপতি এবং প্রধান বিরোধী নেতা। ছোট ভাই তথা পার্টির সহ-সভাপতি জি এম কাদেরকে বিরোধী দলের দ্বিতীয় মুখ করেছেন এরশাদ। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর নির্বাচনের ফলাফল আসার পর থেকেই নতুন বিরোধী দল নিয়ে আলোচনা চলছিল। কিন্তু জাতীয় পার্টির নেতারা সিদ্ধান্ত জানানোর আগে জোট শরিকদের সঙ্গে আলোচনা করার কথা বলছিলেন। জাতীয় পার্টি এবারও সরকারের অংশীদার হবে কি না? সেই প্রশ্নে দলের সহ-সভাপতি জি এম কাদের দু’দিন আগেও বলেছিলেন, “সব রকম সম্ভাবনাই আছে। জাতীয় পার্টি সংসদে যাওয়ার পর কারা মন্ত্রিত্ব পাবেন, এ নিয়ে এখনও কিছু ঠিক হয়নি। আমরা এটা নিয়ে পরে মহাজোটের সঙ্গে আলোচনা করব।” কথা ছিল, বুধবার একাদশ সংসদের সাংসদ পদে শপথ নেওয়ার পর জাতীয় পার্টির সংসদীয় দল বৈঠক করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু দলের ২২ জন এমপির মধ্যে রওশন ও কাদের-সহ ২১ জন শপথ নিলেও এরশাদ সংসদ ভবনে যাননি।

Advertisement

এদিকে, শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের মুখোমুখি হন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বড় ধরনের ভুল করেছিল বিএনপি। এবার শপথ না নিলে আরও বড় ভুল করবে। এই সংসদ অধিবেশনে যোগ না দিলে একই ব্যর্থতা আর ভুলের চোরাবালিতে তাদের আটকে থাকতে হবে।” বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ করেছি, তাদের অনুরোধ করছি জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়।” উল্লেখ্য, আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে সোমবার। ওইদিন বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।    

[৫০ বছর পর দেখা, উত্তাল দিনের বান্ধবীকে জড়িয়ে ধরলেন হাসিনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement