Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

আগামী বছরে নির্বাচন হচ্ছে না বাংলাদেশে! নয়া দিনক্ষণ জানালেন ইউনুসের প্রেস সচিব

গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলে অভিযোগ উঠছে।

Election not held in Bangladesh next year! press secretary of Yunus told the new day

মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 18, 2024 6:38 pm
  • Updated:December 18, 2024 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে নির্বাচন হবে বাংলাদেশে? এখনও এর কোনও সদুত্তর মেলেনি। দিন দুই আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছিলেন, ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন হবে। কিন্তু এবার জানা গেল, আগামী বছরেও ভোট হচ্ছে না পদ্মাপারে! নতুন দিনক্ষণ জানালেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।  

গত ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবসে ভাষণে ভোটের সম্ভাব্য সময় জানান মহম্মদ ইউনুস। বলেন, ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের উপর নির্ভর করছে গোটা বিষয়টা। এর পাশাপাশি এদিন সবাইকে মিলেমিশে চলার কথাও বলেন তিনি। একশো শতাংশ মানুষ যাতে ভোটদান করেন, তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্যও করেন। কিন্তু একদিনের মাথায় গতকাল মঙ্গলবার ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারেন।

Advertisement

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ চাওয়া হয়েছে। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম জানান, “আমার তো মনে হয়, রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদি কম সংস্কার হয়, সে ক্ষেত্রে ডিসেম্বরের (২০২৫ সালের) মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর চূড়ান্ত তারিখ কী, এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর। তিনি একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।” বিশ্লেষকদের মতে, সংস্কারের দোহাই দিয়ে আগামী বছরে নির্বাচন নাও করাতে পারে ইউনুস সরকার। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাবে ২০২৬-এ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর ৮ আগস্ট মহম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তার পর থেকেই দ্রুত সাধারণ নির্বাচনের দাবি তুলছিল বিএনপি, জাতীয় পার্টির মতো একাধিক দল। গণতন্ত্র রক্ষার জন্য ভোটপ্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের দাবি সরব হয় ক্ষমতাচ্যুত আওয়ামি লিগও। কিন্তু নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস। তবে সেই সংস্কার কবে শেষ হবে তার কোনও সুস্পষ্ট সময় জানাতে পারেনি তিনি। এদিকে, ইউনুসের শাসনকালে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। হামলা হচ্ছে মন্দিরেও। এই পরিস্থিতিতে একমাত্র নির্বাচিত সরকারই শান্তি ফেরাতে পারে বলে মনে করছে সবমহল। কিন্তু গদির লোভে ইউনুস ভোট প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছেন বলে অভিযোগ উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement