প্রতীকী ছবি।
সুকুমার সরকার, ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের একটা বড় অংশ। রবিবার দুপুরে ৫ মাত্রার কম্পন অনুভূত হয় ঢাকা-সহ একাধিক শহর। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল মায়ানমারের মাওলাইক এলাকা। তা ঢাকা শহর থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ঢাকা ছাড়াও কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh) স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল হওয়ায়, তার তীব্রতা ছড়িয়ে পড়ে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার দূরেও। আর সেই কারণেই বাংলাদেশের এতগুলি জেলায় ভূমিকম্পের (Earthquake) প্রভাব পড়েছে। এর আগে গত বুধবারও বাংলাদেশ লাগোয়া মায়ানমারের (Myanmar) মাওলাইক এলাকায় ভূমিকম্প হয়েছিল। ৫.৬ মাত্রার কম্পনের প্রভাব পড়েছিল ঢাকা, চট্টগ্রামেও।
জানা যাচ্ছে, রবিবার মায়ানমারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে ছিল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মায়ানমারের স্থানীয় সময় বেলা ২টা ১৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। তবে মায়ানমারেও সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।তবে বুধবারের কম্পনের ধাক্কা সামলাতে সামলাতে রবিবার ফের ভূমিকম্প। স্বভাবতই সমস্যায় স্থানীয় বাসিন্দা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.