সুকুমার সরকার, ঢাকা: দুর্গাপূজা (Durga Puja) চলাকালীন হিন্দুদের বাড়িঘর, পুজোমণ্ডপ দিনরাত পাহারা দিতে হবে। শাসকদল আওয়ামি লিগের নেতা-কর্মীদের এই নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামি লিগ (Awami League) সভাপতি শেখ হাসিনার ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পুজো উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ”কুমিল্লার হিংসার ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলাদেশে (Bangladesh) শারদীয় দুর্গাপুজোর সময় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে পুরনো ঢাকায় (Dhaka) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। পুজো সংক্রান্ত বিষয়ে শাসকদলের কুমিল্লা জেলা আওয়ামি লিগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘‘সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাঁকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লাতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।” পুজো নিয়ে সাংসদ বাহারের কটূক্তিপূর্ণ মন্তব্য নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-সহ কয়েকটি হিন্দু সংগঠন কুমিল্লায় মিছিল বের করে বাহারের শাস্তি দাবি করে। সে সময় বাহারের পেটোয়া বাহিনী মিছিলের উপর হামলা চালালে বেশ কয়েকজন জখম হন।
পুজোর সময় গুজব (Rumour) ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘গুটি কয়েক মানুষ যারা বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যাঁরা কিছু ভালো কাজ করেন, তাঁদের বিরুদ্ধে কাজ করে। এই দুষ্কৃতীরা সংখ্যায় খুবই কম, তারপরেও তারা কাণ্ড ঘটিয়ে ফেলে। সে কারণে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।’’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর সাইবার জগতে এসে গুজব ছড়িয়ে দেওয়া হয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিক দেখে খেয়াল রাখছে।’’
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ৬ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপুজোর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য বাহাউদ্দিন ‘মদমুক্ত পুজা’ করার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.