Advertisement
Advertisement
Sheikh Hasina

Durga Puja 2023: অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়

পুজো ঠিকমতো চলছে কি না, পুরোহিতদের জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী।

Durga Puja 2023: Bangladesh PM Sheikh Hasina attends puja at Dhakeswari Temple, wishes all | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 22, 2023 2:29 pm
  • Updated:October 22, 2023 3:23 pm

সুকুমার সরকার, ঢাকা: দুর্গাপুজোয় (Durga Puja) অষ্টমীর দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া প্রধানমন্ত্রীকে নাচেগানে বরণ করে নেওয়া হয়। তাঁকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হন মণ্ডপে উপস্থিত সকলে। হাসিনা হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পুরোহিতদের সঙ্গে কথা বলে খোঁজ নেন পুজো ঠিকমতো চলছে কি না। কোনও সমস্যা হচ্ছে কি না, তাও জেনে নেন। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, রবিবার প্রধানমন্ত্রী হাসিনা দেশের আরও কয়েকটি পুজোমণ্ডপ ঘুরে দেখবেন। পাঁচ দিনের পুজো শেষে তিনি সকলকে শুভেচ্ছা জানাবেন। অষ্টমীতে রীতি মেনে বাংলাদেশেও হয়েছে কুমারী পুজো। কুমারীদেরও আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী হাসিনা। এ বছর বাংলাদেশে আরও সমারোহে পালিত হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। বেড়েছে পুজোমণ্ডপের সংখ্যাও। সেসব মণ্ডপের নিরাপত্তায়
(Security) জোর দিয়েছে সরকার।

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীর রাতে মাকে খুন! বাবাকে ধারালো অস্ত্রের কোপ, ‘মদ্যপ’ ছেলের কীর্তিতে চাঞ্চল্য জলপাইগুড়িতে]

গত কয়েক বছর ধরে বাংলাদেশে (Bangladesh) দুর্গাপুজো ঘিরে একাধিক সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ঘটনা ঘটেছে। কুমিল্লা-সহ কয়েকটি জেলায় মূর্তি ভাঙচুর, ধর্মের অবমাননার মতো ঘটনায় গ্রেপ্তারও হয়েছে। এ বছর তাই গোড়া থেকেই সাবধানী প্রশাসন। দুর্গাপুজোয় জঙ্গি হামলা নিয়ে গুজব ছড়ানোয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে সকলকে আশ্বস্ত করেছেন। সেইসঙ্গে পুজোর কয়েকটা দিন মণ্ডপ, হিন্দুদের বাড়িঘরদোর পাহারার নির্দেশ দিয়েছেন। এসবের পর অষ্টমীর দিন প্রধানমন্ত্রী নিজে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পুজোর খোঁজখবর নিলেন।

[আরও পড়ুন: কোমরে শাড়ি বেঁধে ধুনুচি নাচ সুস্মিতার, সঙ্গ দিল মেয়ে, দেখুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement