Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

ঘন কুয়াশার জেরে বিপদ! মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে মৃত যাত্রী

ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার।

Due to dense fog, 2 launches collided in Bangladesh, died 1। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 12, 2023 4:28 pm
  • Updated:December 12, 2023 4:40 pm  

সুকুমার সরকার, ঢাকা: ঘন কুয়াশার জেরে বিপত্তি। বাংলাদেশের মেঘনা নদীতে সংঘর্ষ হল যাত্রীবাহী দুটি লঞ্চের। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত বেশ কয়েকজন। দুর্ঘটনা কবলিত একটি লঞ্চের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ মেঘনা নদীর হাইমচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের ওই যুবকের নাম মহম্মদ সোহেল। তাঁর বাড়ি ভোলার সদর উপজেলার ইলিশা এলাকায়। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

এদিন সুরভী-৮ ও টিপু-১৪ নামের দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সুরভী-৮ লঞ্চের যাত্রী শাফায়াত আহমেদ-সহ একাধিক লঞ্চযাত্রী জানিয়েছেন, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা দেয়। মেঘনা নদীর হাইমচরে পৌঁছালে ঢাকা থেকে আসা ভোলার চরফ্যাশনগামী টিপু ধাক্কা দেয় সুরভীকে। এতে সুরভীর ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

[আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশে বড়সড় নাশকতার ছক বানচাল, ঢাকায় গ্রেপ্তার ৬ জঙ্গি]

ভোলা নদী বন্দরের উপপরিচালক মহম্মদ শহিদুল ইসলাম এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, সুরভী গতকাল রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার দিকে এবং টিপু লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে গতকাল বিকেল ৫টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটের দিকে রওনা দিয়েছিল। আজ সকাল ১০টার দিকে ঢাকার সদরঘাটে নিহত মহম্মদ সোহেলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত দুই লঞ্চের পরিচালকই জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় সুরভীর প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

[আরও পড়ুন: ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে ডবল সেঞ্চুরি হাঁকাল পিঁয়াজ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement