সুকুমার সরকার, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে ‘জড়িত’ জেনারেল জিয়াউর রহমানের বিচার করতে না পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”জিয়ার যা পরিণতি হয়েছিল, তা তার অবধারিত।তবে আমার দুঃখ একটাই যে তার বিচারটা আমি করতে পারলাম না। তার আগেই সে চট্টগ্রামে সেনা বিদ্রোহে মারা গেল।” জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমণ্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে কৃষক লিগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এ সব তিনি কথা বলেন।
[বঙ্গবন্ধু স্যাটেলাইট আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, আশা হাসিনার]
১৯৭৫ সালে নির্মমভাবে জাতির পিতাকে সপরিবারে নিহত হওয়ার ঘটনায় তৎকালীন সেনা উপপ্রধান এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতাদখলকারী জিয়াউর রহমানের জড়িত থাকার দাবি করে মরণোত্তর বিচার দাবি করে আসছেন আওয়ামি লিগ নেতারা। ৭৫-এর পর রাষ্ট্র ক্ষমতায় আসা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনা বিদ্রোহে নিহত হয়্। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে আত্মস্বীকৃত খুনিদের পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কয়েকজন বিদেশে পালিয়ে গিয়েছে। জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হওয়ার পর বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে কুটনীতিক মিশনে চাকরি দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেন পুরস্কৃত করেছিল? জিয়া এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল বলেই এই খুনিদের পুরস্কৃত করেছিল।
[বিএনপি-জামাত বুদ্ধিজীবীরা পুত্র জয়কেও হত্যার চেষ্টা করেছে: হাসিনা]
প্রধানমন্ত্রী বলেন, খুনিরা এটাও বলে, তাদের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্ক ছিল। জিয়াউর রহমানকে তারা জানিয়েছিল এবং জিয়াউর রহমান বলেছিল, ‘এগিয়ে যাও। তোমরা সফল হলে আমরা আছি।’ বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রচেষ্টার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখনও কিছু খুনি আছে বিভিন্ন দেশে। আমরা চেষ্টা করছি, তাদের ফিরিয়ে আনতে।’ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জনপ্রিয়তায় ধস নামাতে চেষ্টা করেও সফল না হওয়ায় তাকে হত্যা করা হয়েছিল।বহু চেষ্টা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ছিল পাহাড়সম। ২১ আগস্ট গ্রেনেড হামলা-সহ বিভিন্ন সময় নিজের ওপর হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার ওপর বারবার আঘাত এসেছে। আরও হয়তো আসবে। আমি এসবের পরোয়া করি না। মৃত্যুকে কখনও পরোয়া করিনি। আমি শুধু এটুকু মনে করি, আমি বেঁচেই আছি; আমার বাবার অধরা কাজগুলো সম্পন্ন করতে।’
[তালিবান-আইএসের দেশ চায় বিএনপি, তোপ হাসিনার আইনমন্ত্রীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.