সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে গ্রেপ্তার কুখ্যাত ‘বোমা মৌলানা’ ওরফে মুকিত হুসেন। এখনও পর্যন্ত দেশে অন্তত ৫০০ বোমা সরবরাহ করেছে সে। বিভিন্ন নাশকতায় ব্যবহার করা হয়েছে ওই বোমা বিশেষজ্ঞের তৈরি বিস্ফোরক। জেরায় সে স্বীকার করেছে, তারেক জিয়ার নির্দেশেই কাজ করছিল সে।
জানা গিয়েছে, কমপক্ষে ৫০০ বোমা বানিয়ে সরবরাহ করেছে ‘বোমা মৌলানা’। ঢাকা মহানগর দায়রা বিচারক আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূলচক্রী এই বোমা মৌলানা। সোমবার রাজধানীর চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেরায় সে স্বীকার করেছে, বিএনপির হয়ে বোমা তৈরির করছিল সে।
এই বিষয়ে ডিবি জানিয়েছে, বোমা মৌলানা গত ২৭ অক্টোবর থেকে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত গানপাউডার সংগ্রহ করে প্রায় ৪০০ বোমা তৈরি করেছে। এই সব বোমা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত। বোমা বানাতে গানপাউডার সাপ্লাই করতেন বিএনপিরই যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। নাশকতা কিংবা আগুন দেওয়ার যে কোনও ছবি লন্ডনে তারেক রহমানের কাছে পাঠানো হলে তাদের পুরস্কৃত করা হত। বোমা মাওলানার সরবরাহ করা বোমার মধ্যে একটি দিয়ে ঢাকা মহানগর দায়রা আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটানো হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মহম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, “আমরা অনেকদিন ধরে মুকিত হোসাইন ওরফে বোমা মৌলানাকে খুঁজছিলাম। তবে সবাই তাঁকে ডাকে বোমা মৌলানা নামে। একসময় সে আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সহ-সভাপতি ও সভাপতি ছিলেন। পরবর্তীকালে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।”
২০১৩-১৪ সালে বোমা বানাতে গিয়ে বোমা মৌলানা ডান হাতের কবজি উড়ে যায়। এর পর থেকে তার নাম হয় বোমা মৌলানা। দলীয় আনুগত্য এবং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালের জুলাই মাসে তাকে মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোনীত করেন স্বয়ং তারেক রহমান। ঢাকা মহানগর বিচারক কোর্ট প্রাঙ্গণে যে বোমা বিস্ফোরণটি হয়েছিল তার মূলচক্রী ছিল বোমা মৌলানা।
পুলিশের জিজ্ঞাসাবাদে মুকিত ওরফে বোমা মৌলানা ডিবিকে জানিয়েছে, প্রতিটি যানবাহনে আগুন দেওয়ার জন্য দুষ্কৃতীদের ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া বিস্ফোরণ ঘটানো ও মশাল মিছিলের জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয় মহানগর যুবদলের পক্ষ থেকে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ৬-৭ হাজার লোকের মিছিলে নেতৃত্ব দেয় বোমা মৌলানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.