সুকুমার সরকার, ঢাকা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত এড়াল ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস৷ প্রাণে রক্ষা পেলেন ৫০০-র বেশি যাত্রী৷ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মূলাডুলি-চাটমোহর রেল স্টেশনের মাঝে মৈত্রী এক্সপ্রেসর সঙ্গে ধাক্কা লাগে একটি ‘পুশ ট্রলি’র৷
[প্রাথমিক টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের]
রেল সূত্রে খবর, ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এদিন সকাল ৮টা ১৫মিনিটে রওনা দেয়৷ এমনই সময় ঈশ্বরদী স্টেশন থেকে পুশ ট্রলি নিয়ে রেল লাইন পরীক্ষা করতে বের হন একজন রেলকর্মী৷ মূলাডুলি স্টেশন পার হয়ে চাটমোহরের দিকে রওনা দেন তিনি। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় লাইন বাঁকা দেখে ট্রলির কর্মীরা দ্রুত নেমে গেলেও লাইনে থেকে যায় ট্রলিটি। এ সময় বিপরীত দিক থেকে মৈত্রী এক্সপ্রেস আসছিল। ট্রলিটি দেখতে পেয়ে দ্রুত ব্রেক কষলেও সংঘর্ষ এড়াতে পারেননি তিনি। ওই সংঘর্ষে ট্রেনের এয়ার ব্রেক বিকল হয়ে পড়ে। ব্রেক ছাড়াই ট্রেনটিকে ঈশ্বরদী জংশন স্টেশনে আনা হয়। তবে ওই ঘটনায় ট্রেনটির বিশেষ কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রেল আধিকারিকরা৷
[আধার নিয়ে কারচুপির অভিযোগে ৮ ওয়েবসাইটের বিরুদ্ধে FIR]
মেরামতির পর ট্রেনটি দুপুর ১২টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়৷এই ঘটনার তদন্ত করতে তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.