Advertisement
Advertisement
Bangladesh MP

‘কেটে কিমা করে দেব’, এবার খুনের হুমকি বাংলাদেশের মৃত সাংসদ কন্যাকে!

বাংলাদেশের সাংসদকে খুন করে ৮০ টুকরো করা হয় দেহ।

Daughter of killed Bangladesh MP gets death threat
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 17, 2024 7:23 pm
  • Updated:July 17, 2024 7:23 pm  

সুকুমার সরকার, ঢাকা: কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার। হত্যা করার পর প্রায় ৮০ টুকরো করা হয়েছিল তাঁর দেহের। এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ। এর মাঝেই এবার টুকরো টুকরো করে খুনের হুমকি দেওয়া হয়েছে আনোয়ারুলের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে। 

কলকাতার নিউটাউনের যে আবাসনে আনোয়ারুল গিয়েছিলেন সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় প্রায় ৪ কেজি মাংসের টুকরো। তারই ডিএনএ টেস্টের জন্য শীঘ্রই কলকাতায় যাওয়ার কথা রয়েছে ডরিনের। তার আগেই খুনের হুমকি পেলেন তিনি। মঙ্গলবার নিজেই সেকথা জানিয়েছেন সাংসদ কন্যা। এদিন ফেসবুক পোস্টে ডরিন লেখেন, ‘ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আমাকেও।’ পৌরসভার মেয়র আশরাফুল জানান, “পাপ্পু নামের একটি ইমো আইডি থেকে সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: জিআই স্বীকৃতি পেল বাংলাদেশের ব্রোঞ্জের গয়না, গোপালগঞ্জের জয়জয়কার

নিরাপত্তা চেয়ে সংবাদমাধ্যমের সহায়তা চেয়েছেন ডরিন। প্রাণনাশের হুমকি মেসেজের একটি স্ক্রিনশট এসেছে মিডিয়ার হাতে। সেখানে লেখা আছে, ‘কিরে আশরাফুল, ভালো হলি না। আনারের মতো কি ডরিনের দেহেরও টুকরো টুকরো করতে চাস? তুইও ভালো হয়ে যা আর ডরিনরেও ভালো হতে বল। না হলে দুজনের দেহ কেটে কিমা কিমা করে দেহ। কেউ বাদ যাবি না কিন্তু।’এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন মেয়র আশরাফুল ও ডরিন। সাংসদ কন্যা বলেন,” আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি প্রচণ্ড ভয়ে আছি। যে ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সেটির লোকেশন খুলনা দেখাচ্ছে।” জানা গিয়েছে, মেয়র আশরাফুল আনোয়ারুলের ঘনিষ্ঠ। কলকাতায় সাংসদকে খুনের পর থেকে খুনিদের বিচার দাবিতে সরব হয়েছেন আশরাফুল। সম্প্রতি রাজধানীর প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের নিয়ে সমাবেশও করেছেন।

নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ হিসাবে উঠে এসেছে একাধিক কারণ। প্রথমে মনে করা হয়েছিল, হুণ্ডি কারবার ও কলকাতায় সোনা চোরাচালানের বিশাল অঙ্কের টাকা ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ারুলকে খুন করা হয়েছে। তার পর এই কাণ্ডে নাম জড়ায় শাসকদল আওয়ামি লিগের ২ নেতার। যার ফলে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খুনের তত্ত্ব-ও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এবার এই হত্যাকাণ্ডে গ্ল্যামার ওয়ার্ল্ডের যোগও খুঁজে পেয়েছেন তাঁরা। জানা গিয়েছে, নজরে থাকার ৬ নায়িকার মধ্যে একজনের সঙ্গে কলকাতায় সময় কাটিয়েছিলেন আনোয়ারুল। এখনও রহস্যভেদ হয়নি এই নারকীয় খুনের। এবার হত্যার হুমকি পেলেন সাংসদকন্যা ডরিন।

[আরও পড়ুন: কোটা বিরোধী আন্দোলনে রক্তাক্ত বাংলাদেশ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement