সুকুমার সরকার, ঢাকা: চিনে প্রাণঘাতী করোনা ভাইরাস (Corona virus) ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। এর জেরে এখনও পর্যন্ত ১৪টি শহর প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে এই রোগ যেখান থেকে ছড়িয়েছে সেই ইউহান শহরে আটকা পড়েছেন ৫০০ জন বাংলাদেশি। অন্য দেশের দূতাবাস নিজ দেশের ছাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও বাংলাদেশ দূতাবাস থেকে কেউ খোঁজখবর নেয়নি বলে অভিযোগ বাংলাদেশি পড়ুয়াদের।
যদিও এই বিষয়টি অস্বীকার করে বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার সন্ধ্যা ৬টায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, ‘বেজিংয়ে আমাদের দূতাবাসে হটলাইন খোলা হয়েছে (৮৬)-১৭৮০১১১৬০০৫। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উই চ্যাট টিমে অন্তর্ভুক্ত হয়েছেন। অন্য একটি পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে যারা চিন থেকে দেশে ফেরে আসতে চাইবেন। তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউহান শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। অযথা বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এরই মধ্যে এই ভাইরাস বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। সোমবার পর্যন্ত চিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। হুবেই প্রদেশের ইউহান শহর থেকে এই ভাইরাস ছড়ানো শুরু হওয়ায় এ শহরের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে সেখানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছেন।
ইউহানে থাকা বাংলাদেশিরা জানিয়েছেন, সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। বর্তমান পরিস্থিতিতে ইউহান থেকে বাস, ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষ ঘরে থাকছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাবার সংকটেরও আশঙ্কা দেখা দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশ দূতাবাস থেকে কেউ খোঁজখবর নেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
এদের মধ্যে, হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাকিবুল তূর্য জানান, ইউনিভার্সিটিতে প্রায় ১৫০ বাংলাদেশি শিক্ষার্থী আটকে আছেন। তিনি বলেন, ‘আমরা সবাই ভয়ে আছি। কারণ ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। আমাদের আশপাশে ভারত ও শ্রীলঙ্কার যারা আছেন তারা জানিয়েছেন, ইউহানে তাদের যে নাগরিক রয়েছেন চেকআপ করিয়ে তাদের দেশে নিয়ে যাওয়া হবে। কিন্তু, আমাদের দূতাবাস এখনও কোনও খবর নেয়নি। যদিও বাংলাদেশি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাসুদুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশি কেউ আক্রান্ত হয়নি। পুরো ইউহান শহর লক ডাউন। যার কারণে আমরা চাইলেও তাদের কাছে যেতে পারছি না। তবে খোঁজখবর রাখছি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.