Advertisement
Advertisement

নাগরিকদের ফেরত আনতে করোনা আক্রান্ত চিনে বিমান পাঠাচ্ছে বাংলাদেশ

চিনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়।

Coronaviru: Bangladesh to send special flight to China
Published by: Monishankar Choudhury
  • Posted:January 31, 2020 3:35 pm
  • Updated:January 31, 2020 3:35 pm  

সুকুমার সরকার, ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত চিনে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঢাকা বিমানবন্দর থেকে চিনের উদ্দেশে যাত্রা শুরু করবে বিমানটি।    

বাংলাদেশ বিমানের উপমহাব্যববস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, ৪১৯ আসন বিশিষ্ঠ প্লেনটি ইউহানে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ চিন সরকারের সঙ্গে আলোচনা শুরু করে।’

Advertisement

চিনের হুবেই থেকে ইউহান প্রদেশে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। সে দেশের বহু মানুষজন মূলত ব্যবসার কারণে চিনে যাতায়াত করে থাকেন। এই মুহূর্তে চিনের বেশ কয়েকটি প্রদেশে হু হু করে সংক্রমণ বাড়ছে ‘করোনাভাইরাস’-এর। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের চিনে যাতায়াতের বিষয়ে সতর্ক করে দিয়েছে প্রশাসন। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সুপার এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশন ছাড়াও সংশ্লিষ্ট সবক’টি দপ্তরে এই বিষয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

উল্লেখ্য, চিনের হুবেই প্রদেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হতে থাকেন একের পর এক মানুষ। ক্রমশ মহামারির আকার নিয়েছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত মোট ২১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯২ জন। হু’র দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৮টি দেশে ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বিশ্বের যে ৩০টি দেশে করোনা ভাইরাস হানা দেওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, সে তালিকায় ভারতও রয়েছে। হু-এর সমীক্ষা বলছে, ঝুঁকির তালিকায় যে দেশগুলি রয়েছে, তার মধ্যে প্রথম নামটি হল থাইল্যান্ড। এরপরেই আছে জাপান এবং হংকং।  

[আরও পড়ুন: মিলছে না মাস্ক, করোনা ঠেকাতে মুখে অন্তর্বাস-লেবুর খোসা পরছেন চিনারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement