Advertisement
Advertisement
Bangladesh

এবার উচ্চ আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলা, ঢাকার হাই কোর্টে মিলবে ন্যায়বিচার?

সোমবার ঢাকা হাই কোর্টে জামিন মামলার শুনানি হওয়ার কথা। এর আগে চট্টগ্রামের নিম্ন আদালতে জামিন খারিজ হয়েছে চিন্ময় প্রভুর।

Chinmoy Prabhu to appeal Dhaka High Court for bail

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:January 14, 2025 1:52 pm
  • Updated:January 14, 2025 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার শুনানি পিছিয়ে গিয়েছে। শেষমেশ যদিও বা শুনানি হল, আইনজীবীরা ঠিকমতো সওয়াল করতে না পারায় জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। নতুন বছরও তাঁকে কারাবন্দি হয়েই থাকতে হল। জামিন খারিজ হওয়ার পর অবশ্য তাঁর আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী আবেদন জানানো হয় ঢাকা হাই কোর্টে। শোনা গিয়েছে, আগামী সোমবার, ২০ জানুয়ারি সেই মামলার শুনানি হবে হাই কোর্টে। আর এখানেই প্রশ্ন উঠছে, উচ্চ আদালতে কি ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভু?

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছেই। তার প্রতিবাদী মুখ হয়ে উঠেছিলেন ইসকন তথা সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গত ২৫ নভেম্বর বিকালে তাঁকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৬ তারিখ চট্টগ্রামের আদালতে তোলা হয় তাঁকে। আনা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। কিন্তু শুনানির আগে পরপর কয়েকবার আইনজীবীরা বাধার মুখে পড়েন, শুনানিতে বাধা পড়ে। নতুন বছরেও চট্টগ্রামের নিম্ন আদালতে শুনানিতে জামিন খারিজ হয় চিন্ময় প্রভুর। এরপরই তাঁর আইনজীবীরা ঢাকার উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা নেন।

Advertisement

সেইমতো আপিল করা হয়। অবশেষে ২০ জানুয়ারি হাই কোর্টের শুনানির দিন স্থির হয়। ওই দিন আইনজীবীরা চিন্ময় প্রভুর জামিনের আবেদন জানাবেন। কিন্তু ওয়াকিবহাল মহল সন্দিগ্ধ, ঢাকা হাই কোর্টেও কি আদৌ ন্যায়বিচার মিলবে ইসকনের সন্ন্যাসীর? তাদের আশঙ্কা, কোনও ছলচাতুরিতে তাকে ঠিক জেলবন্দি করে রাখতে চাইবে ইউনুস সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement