ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মুজিবকন্যা শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। হাসিনার এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি শুভেচ্ছাবার্তায় তুলে ধরেন ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কথা। ইচ্ছে প্রকাশ করেন এই প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার। বিশ্লেষকদের মনে করছেন, ফের হাসিনার মসনদে বসার সুযোগ নিয়ে বাংলাদেশে এই প্রকল্পের কাঠামো নির্মাণের চেষ্টা চালাবে কমিউনিস্ট দেশটি। কিন্তু ‘বন্ধু’ ভারতকে পাশে রেখে আগামিদিনে ঢাকা এই প্রকল্প নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সকলের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন জিনপিং। চিঠিতে চিনের প্রেসিডেন্ট বলেছেন,” দেশের সরকার ও জনগণ ও আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। ওনার জন্য শুভকামনা রইল। চিন ও বাংলাদেশ মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সব সময় একে অপরকে সম্মান করে এসেছে। উভয় পক্ষ পারস্পরিক সুবিধা অর্জন করেছে ও সমানভাবে লাভবান হয়েছে।”
চিন ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে জিনপিং (Xi Jinping) আরও লিখেছেন , ‘আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি। গত বছরের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক হয়। সেখানে আমরা চিন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমতে পৌঁছেছিলাম। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে যৌথভাবে কাজ করার জন্য প্রচেষ্টা চালাব। তাহলে দুই দেশের সহযোগিতার কৌশলগত অংশদারিত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
উল্লেখ্য, ভারত উপমহাদেশে কৌশলগত অবস্থান মজবুত করতে এবার বাংলাদেশে (Bangladesh) পরিকাঠামো নির্মাণে জোর দিয়েছে চিন। হাতিয়ার ‘বেল্ট অ্যান্ড রোড’। বাংলাদেশে একাধিক প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু করেছে বেজিং। আর সেই মর্মে ঢাকার সঙ্গে আলোচনাও চালাচ্ছে কমিউনিস্ট দেশটি। জানা গিয়েছে, সুদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে হাসিনা সরকারের কাছে একটি হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চিন। কূটনীতিকদের মতে, ভারতের প্রতিরক্ষা জনিত উদ্বেগের কথা মাথায় রেখেই এই মুহূর্তে চিনকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে রাজি নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলে রাখা ভালো, মুখে চিন (China) যাই বলুক না কেন, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আসলে ফাঁদ বলেই মনে করেন অধিকাংশ বিশ্লেষক। পরিকাঠামো উন্নয়নের নামে ঋণের ফাঁদ পেতেছে কমিউনিস্ট দেশটি। ভারত বরাবর এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। কারণ, চিনা প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.