Advertisement
Advertisement

Breaking News

BNP

ক্ষমতা থেকে যাবে ইউনুসের হাতেই? দ্রুত নির্বাচনের দাবি বিএনপির!

হাসিনা সরকারের পতনের পর এখন ক্ষমতায় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

BNP wanted election fast in Bangladesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 17, 2024 8:43 pm
  • Updated:September 17, 2024 8:44 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের দ্রুত নির্বাচনের আহ্বান জানাল বিএনপি। ব্যাপক ছাত্র আন্দোলনের পর পড়ুয়াদের দাবি মেনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। অনেকেই সমাজ সংস্কারের জন্য এই নয়া সরকারের উপর আস্থা রেখেছেন। চাইছেন অন্তর্বর্তী সরকারই অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকুক। আর এই পরিস্থিতিতে দ্রুত ভোট করানোর দাবি তুলেছে খালেদা জিয়ার দল।

সোমবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে ‘দ্বি-কক্ষ পার্লামেন্ট- উচ্চকক্ষ গঠন’ আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন,”অবিলম্বে নির্বাচন করতে হবে। ছাত্র-জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার। সেটা কি নস্যাৎ করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে? যাঁরা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাঁদের দায়িত্ব দিয়েছে, তাঁদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। জনগণ কী করে বুঝবে যে তাঁরা নিরপেক্ষভাবে কাজ করছেন?” দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, “নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালে জন্য রাখা হোক। সমস্ত সংস্কার তারাই করুক। যেকোনও সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। সে জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।”

Advertisement

এদিন প্রাক্তন শেখ হাসিনা সরকারকে তোপ দেগে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে ১৫ বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলছে। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে প্রয়োজন। আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে আছেন। আমাদের নেতাকর্মীর নামে ৬০ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে দীর্ঘ আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। আওয়ামি লিগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনও প্রশাসনে রয়ে গিয়েছেন, তাঁদের অপসারণ করতে হবে।”

বিশ্লেষকদের মতে, আওয়ামি লিগের পতন ঘটায় রাজধানীর ময়দানে রাস্তা পরিষ্কার হয়েছে বিএনপির। মুক্তি পেয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বিদেশ থেকে দেশে ফিরছেন বিএনপি নেতারা। কিন্তু এর মাঝেই মাথাচারা দিয়ে উঠেছে জামাত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তাদের। যা নিয়ে চাপ বাড়ছে বিএনপির। এর মাঝে অনেকেই আবার ইউনুস সরকারকেই ক্ষমতায় চাইছে। তাই ভারতবিরোধীতার আবেগকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে বিএনপি। তাই তারা দ্রুত নির্বাচন চাইছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement