সুকুমার সরকার, ঢাকা: দেশজুড়ে কালো পতাকা মিছিল করতে চলেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। ফলে অতীতের মতো এবারও হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত বাংলাদেশে। শুক্রবার থেকে শুরু হওয়া দু’দিনের এই মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দু’দিনের এই কর্মসূচিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল ও ২৬ আগস্ট দেশের সব মহানগরে মিছিল করবে দলটি। ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে এক দফা দাবিতে ১৮ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনা দলগুলিও সেদিন কর্মসূচি পালন করে।
এদিকে, সরকার তথা ক্ষমতাসীন আওয়ামি লিগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট নিয়ে দুই বৃহৎ রাজনৈতিক দলের এ বিপরীতমুখী অবস্থান দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.