সুকুমার সরকার, ঢাকা: ভোটের দিনও হিংসা অব্যাহত বাংলাদেশে। রবিবার নির্বাচনী প্রক্রিয়া রুখে দেওয়ার ডাক দিয়েছে বিএনপি-জামাত-সহ সমমনা দলগুলো। এদিন চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় ভোটবিরোধী মিছিলে নামে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান খালেদা জিয়ার দলের কর্মীরা। এই ঘটনায় জখম হন ১৫ জন। অভিযোগ, মুন্সিগঞ্জে আওয়ামি লিগের প্রার্থীর এক সমর্থককে খুন করা হয়েছে।
জানা গিয়েছে, ভোটগ্রহণ শুরুর পর চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল ছুড়তে শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়।” চট্টগ্রামের ১৬টি আসনে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নগরীর ভোটকেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম ছিল। উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটিতে সকাল থেকে ভোটারের লাইন দেখা গিয়েছে। দ্বাদশ নির্বাচনের দিন ৪৮ ঘণ্টার বন্ধ পালন করছে ভোট বর্জন করা বিএনপি। ভোটারদের কেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানিয়ে তারা।
এদিন নির্বাচনী হিংসায় ঝরেছে রক্ত। ঘটনাস্থল মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসন। ভোটকেন্দ্রের পাশেই আওয়ামি লিগের প্রার্থী মৃণালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে খুন। সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মহম্মদ আসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত মহম্মদ জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লিগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের নির্দল প্রার্থী মহম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।
এদিকে রবিবার সকালে ঢাকার থেকে কিছু দূরে ভোট করাতে গিয়ে ভোটগ্রহণ আধিকারিক আবদুল করিমের (৬০) মৃত্যু হয়েছে। তিনি করিম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিংঅফিসারের দায়িত্বে ছিলেন আবদুল করিম। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহম্মদ হেলাল মিয়া জানান,” সহকারী প্রিজাইডিং অফিসার আবদুল করিম শনিবার রাতেই কাজে যোগ দিয়েছিলেন। ভোটের দিন সকাল সোয়া ৭টার দিকে বাইরে জলখাবার খেয়ে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি।”
অন্যদিকে, দেশের দক্ষিণ জনপদ জেলা ভোলার লালমোহনে স্ট্রোক করে সহকারী প্রিসাইডিং আধিকারিক মোস্তাফিজুর রহমান মারা গিয়েছেন। লালমোহন উপজেলার নির্বাহী আধিকারিক (ইউএনও) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রের দায়িত্বে থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.